নম পে (কম্বোডিয়া) : মর্মান্তিক ! করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। শেষমেশ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন এক মহিলা। কম্বোডিয়ার ঘটনা। 


চিনের এক নাগরিকের মালিকানাধীন একটি ক্যাসিনোয় কাজ করতেন ওই মহিলা। ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁকে ছুটি দেননি মালিকপক্ষ। পরে হেন শ্রেনিচ নামের ওই মহিলার মৃত্যু হয়। 


দিন পাঁচেক আগে করোনায় আক্রান্ত হন হেন । এর ওপর খাদ্যে বিষক্রিয়া ও ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় তাঁর। তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে হেনের পরিবারকে জানান চিকিৎসক। এমনই খবর রেডিও ফ্রি এশিয়া সূত্রের। হেনের মৃত্যুর পর তাঁর পরিবার কম্বোডিয়া প্রশাসনের কাছে অনুরোধ জানান, অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে কাজ করতে বাধ্য করায় ওই ক্যাসিনো কর্তৃপক্ষকে যেন ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। একথা জানান শ্রেনিচের এক আত্মীয় রস লেং। এমনকী শ্রেনিচের মৃত্যুর কথাও তাঁর পরিবারকে জানানো হয়নি বা তাঁর বেতন মিটিয়ে দেওয়া হয়নি ক্যাসিনো কর্তৃপক্ষের তরফে। হেনের সহকর্মীদের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। 


আরও পড়ুন ; পাল্টা ভারতের, ইংল্যান্ডের নাগরিকদের এদেশে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক


উল্লেখযোগ্য বিষয় হল, দিন কয়েক আগে ওই ক্যাসিনোর ৪৩৭ জন কর্মী করোনায় সংক্রমিত হয়েছিলেন। এবিষয়ে ফেসবুকে লাইভ করেন কর্মীদের কয়েকজন। এমনই খবর রেডিও ফ্রি এশিয়া সূত্রের। কর্মীরা অভিযোগ জানান, তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। মার্চ থেকে কোনও চিকিৎসা ছাড়াই তাঁদের বিল্ডিংয়েই থাকতে বাধ্য করা হচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেন থেকে আসা সব নাগরিকের ভারতে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাকসিন নেওয়া থাক বা না থাক, এই কয়েকদিন নিভৃতবাসে যেতেই হবে ব্রিটিশদের। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে। সরকারি সূত্রের এমনটাই খবর। ভারত সহ বিভিন্ন দেশের জন্য একই নিয়ম লাগুল করেছিল ইংল্যান্ড। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।