কলকাতা: বসন্ত উৎসব উদযাপনে সুপার সিঙ্গারের মঞ্চে বিশেষ অতিথি। হাজির রইলেন সাহেব চট্টোপাধ্যায় (Shaheb Chatterjee), লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), অভিষেক বসু (Abhishek Bose), রুকমা রায় (Rooqma Roy)-রা। নতুন গানে, সুরে মেতে উঠল দোলযাত্রার উৎসব।                                                                                                                                                   


আগের মতোই এই শো-তে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। তবে এবার বদল এসেছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন শান (Shaan), মোনালি ঠাকুর (Monali Thakur), ও রুপম ইসলাম (Rupam Islam)। প্রতি সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান।                                                       


অন্যদিকে, ২১ ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষ্যে একটি বাংলা গানের জলসার আয়োজন করেছিল স্টার জলসা। সেখানে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সমদীপ্তা, পটা, দীপান্বিতা, অনিন্দ্য, দুর্নিবার, শোভনেরা। এছাড়াও ছিলেন সুপার সিঙ্গারের প্রতিযোগীরা। ঋষি পন্ডা, সুজয়, অনিন্দ্য, তীর্থ, রূপঙ্কর, সৌমিত্রের গানে মাতল আসর।                                                                             


আরও পড়ুন: Ritabhari Chakraborty: কথায় নয়, কল্পনারা ফুটে উঠল রং-তুলিতে, খুদেদের কাজে মুগ্ধ ঋতাভরী


সঙ্গীতশিল্পীরা ছাড়াও মঞ্চে উপস্থিত রইলেন সাধক রামপ্রসাদ ও বালিঝড় ধারাবাহিকের চরিত্ররা। মঞ্চে এদিন হাজির ছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), তৃণা সাহা (Trina Saha), কৌশিক রায় (Kaushik Roy), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy) ও অন্যান্যরা। এখনও প্রকাশ্যে আসেনি এই শো-এর টেলিকাস্টের দিন।