চেন্নাই: 'থালাইভা' (Thalaiva) অনুরাগীদের জন্য সুখবর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত (Rajinikanth Discharged)। ভর্তি ছিলেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি হয় তাঁর। 


হাসপাতাল থেকে ছাড়া পেলেন তারকা অভিনেতা রজনীকান্ত


প্রায় ৩ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা রজনীকান্ত। ৩০ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অভিনেতার হৃদপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালী ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সুশ্রুষার পর তাঁকে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ছেড়ে দেওয়া হয়। অভিনেতা রজনীকান্তের অবস্থার নন-সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করা হয়েছে বলে জানানো হয়।


 






হাসপাতালের তরফে গত ১ অক্টোবর অর্থাৎ হাসপাতালে অভিনেতার ভর্তির পরদিন বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'শ্রী রজনীকান্তকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) একটি ফোলাভাব ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি দ্বারা চিকিত্সা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। আমরা ওঁর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের আশ্বস্ত করতে চাইব যে গোটা চিকিৎসা পদ্ধতিটি একেবারে পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে। শ্রী রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। ২ দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।'


আরও পড়ুন: 'Vettaiyan': এনকাউন্টারের সমর্থনে সংলাপ! রজনীকান্ত-অমিতাভের সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের


এর আগে চেন্নাই পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে (Rajinikanth)। পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি (Rajinikanth Hospitalised) করা হয় থালাইভাকে। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান যে সোমবার অনেক রাতে থালাইভাকে হাসপাতালে ভর্তি করা হয়, যদিুও প্রথমে কথা ছিল মঙ্গলবার সকালে খালি পেটে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে রুটিন পরীক্ষার জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।