নয়াদিল্লি: দেশে তো বটেই, বিদেশেও রাজত্ব চালাচ্ছে রজনীকান্তের 'জেলার' (Jailor)। এবার সেই সিনেমাই দেখবেন রজনীকান্ত, আর তার সঙ্গী হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এএনআই সূত্রের খবর, শুক্রবার উত্তরপ্রদেশে এমনটাই জানিয়েছেন খোদ রজনীকান্ত। 


এদিন উত্তরপ্রদেশের লখনউতে পৌঁছেছেন রজনীকান্ত (Rajinikanth)। শনিবার উত্তরপ্রদেশের (UttarPrades) মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। সেই বিষয় সাংবাদিক প্রশ্ন করতেই তিনি জানান, আগামীকাল যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি 'জেলার' সিনেমা দেখবেন। ANI এর প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি ওঁর সঙ্গে সিনেমা দেখব।' 


ভারতীয় সিনেমায় লেজেন্ড এই অভিনেতার রাজনীতিতে যোগদান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সরাসরি রাজনীতিতে যোগদান নিয়ে সেভাবে কিছু বলেননি থালাইভা। এবার যোগী আদিত্যনাথের (Yogi Aditynath) সঙ্গে সাক্ষাৎ এবং সিনেমা দেখার কথা বলার পরে ফের শুরু হয়েছে জল্পনা। আগামী বছরেই দেশে লোকসভা (Parliament Election) নির্বাচন। সেখানে কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে? নাকি এটি শুধুই সিনেমা দেখার প্ল্যানিং।


 



১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'জেলার'। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এই ছবি। স্বাধীনতা দিবসেই এই ছবি প্রেক্ষাগৃহে ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল। বুধবার এই ছবি আরও ১৫ কোটি টাকার ব্যবসা করেছে।  বুধবার এই ছবির জন্য ৪২.৪৩ শতাংশ হল পূরণ ছিল। উত্তর ভারতে 'গদর ২' ও 'ওএমজি ২'-এর আধিপত্য বেশি চললেও 'জেলার' ছবি বেশ ভালই ব্যবসা ধরে রেখেছে। বিশ্বজুড়ে এই ছবি ৪৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রজনীকান্তকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, 'সবাই ভগবানের আশীর্বাদ।'


২ বছর পর বড়পর্দায় এল রজনীকান্তের সিনেমা। আগে থেকেই সিনেমা ঘিরে তুঙ্গে ছিল উৎসাহ। সিনেমা মুক্তি পাওয়ার পরেই এই সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছিল দক্ষিণ ভারতের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। কিছু কিছু সংস্থা বিনামূল্যে টিকিটও দিয়েছিল কর্মীদের। জাপান থেকে এক দম্পতি উড়ে এসেছিলেন ভারতে শুধুমাত্র রজনীকান্তের এই সিনেমা দেখার জন্য। থালাইভার জন্য এনেছিলেন উপহারও। 


আরও পড়ুন: গোটা রাজ্যই 'প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত', ঘোষণা হিমাচল প্রদেশ প্রশাসনের