রুমা পাল ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা : ধূপগুড়ির বিডিও (Dhupguri BDO) শঙ্খদীপ দাসকে বদলি করল নবান্ন। বিধানসভা উপনির্বাচনের  আগে বিডিওকে বদলি করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও, রুটিন বদলি বলে দাবি করেছে প্রশাসন। 


বিধানসভা উপনির্বাচনের (Assembly By-Election) মুখে বিডিও বদলি ঘিরে চাপানউতোর চরমে উঠেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন। তার আগেই সরানো হল শঙ্খদীপ দাসকে। ধূপগুড়ির নতুন বিডিও হলেন জয়ন্ত রায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পঞ্চায়েত ভোট পরিচালনায় শঙ্খদীপ দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।


ভোটের দিন ধূপগুড়ির শাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালি গোঁসাইহাট ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুলের বুথে ছাপ্পার অভিযোগ ওঠে। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ধুন্ধুমার বেধে যায় সেদিন ! গণনার পরদিন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হয় ৪৭টি ব্যালট ! তা নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই আসনের কংগ্রেস প্রার্থী শাহনাজ পারভিন। প্রশ্নের মুখে পড়ে বিডিওর ভূমিকা। জল গড়ায় আদালত পর্যন্ত। এনিয়ে কলকাতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে তলব করা হয় শঙ্খদীপ দাসকে। 


পঞ্চায়েত ভোটের সেই মামলা এখনও বিচারাধীন। আর কদিন পরে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যেই বদলি করা হল বিডিওকে। প্রশাসন রুটিন বদলি বলে দাবি করলেও এনিয়ে রাজনৈতিক তরজা থেমে নেই। এদিকে, ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্য়ুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এদিকে, সাগরদিঘির মতো ধূপগুড়ির উপনির্বাচনেও জোট করে প্রার্থী দিয়েছে সিপিএম-কংগ্রেস। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামেরা। আর ধূপগুড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন করছে কংগ্রেস। অর্থাৎ লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল বনাম সিপিএম ও কংগ্রেসের জোটের। এদিকে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়।


                                                                  


আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial