মনোনয়ন জমা দিলেন উর্মিলা মাতণ্ডকর ও প্রিয়া দত্ত, সঞ্জয় বললেন, ‘বোন বললে ভোটেও দাঁড়াব’
প্রিয়া দত্ত এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী পুনম মহাজনের বিরুদ্ধে। ২০১৪ সালের নির্বাচনে প্রিয়া পুনমের কাছে হেরেছিলেন ১ লক্ষ ৮৬ হাজার ভোটে। (ছবি সৌজন্যে- মানব মঙ্গলানি)
বোনের মনোনয়ন পত্র জমার পর সঞ্জয় বলেন, “আমি সবসময় প্রিয়ার পাশে ছিলাম এবং ওর পাশেই দাঁড়াব। যদি আমার বোন আমাকে ভোটে লড়তে বলে আমি তাই করব।আমি ওর কথা হৃদয় দিয়ে ভাবি। পাঁচ বছর পর আমার বোন ভোটে লড়বে, ও যা চাইবে আমি তাই করব।”
সোমবার মনোনয়ন জমা দিয়ছেন প্রিয়া দত্তও। এবার মুম্বই নর্থ সেন্ট্রাল কেন্দ্র থেকে প্রার্থী তিনি। ২০১৪ সালেও এই কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। প্রিয়া দত্তের মনোনয়ন পেশের দিন তাঁর সঙ্গেই ছিলেন বলি অভিনেত্রী তথা তাঁর দাদা সঞ্জয় দত্তও।
উল্লেখ্য এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উর্মিলা।
ওই কেন্দ্রে বলি অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে গোপাল শেট্টিকে।
সোমবার নিজের মনোনয়ন পত্র জমা করলেন কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকর। তিনি এবার মুম্বই নর্থ ইস্ট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।