কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর শোকে মুহ্যমান তাঁর ভক্তকূল সহ নানা মহল। কেন তিনি মাত্র ৩৪ বছর বয়সেই অনেক অসম্পূর্ণ স্বপ্ন পিছনে ফেলে পৃথিবীকে বিদায় জানালেন, তা নিয়ে জল্পনার মধ্যেই তিনি স্বজনপোষণের বলি হয়েছেন বলে দাবি করেছেন অনেকে। তাঁরা নিশানা করেছেন বলিউডের কিছু প্রতিষ্ঠিত স্টার, পরিচালককে। বলিউডের প্রভাবশালী ফিল্মি পরিবারের ব্যাকগ্রাউন্ড না থাকায় তাঁকে অনেক ছবি থেকে বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। এই প্রেক্ষাপটেই প্রয়াত অভিনেতার বন্ধু রোহিনী আয়ার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ওকে নিয়ে খবর দেখার জন্য সোস্যাল মিডিয়ায় চোখ পড়লেই দেখি, শুধুই গল্প ফাঁদা হচ্ছে। ওর টাকাপয়সা নিয়ে মাথাব্যথা ছিল না কখনও। কোটি কোটি টাকার পেচেক ফিরিয়ে দিতে দেখেছি ওকে! গডফাদার,বড় অঙ্কের ফিল্মের মতো যা কিছু প্রথামাফিক, একপেশে, হেলায় তাকে খারিজ করত ও।
সুশান্তকে নিয়ে সোস্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। তাঁদের কটাক্ষ করে রোহিনী লিখেছেন, নিজেদের এজেন্ডা পূরণে লোকে ওকে নিয়ে গপ্পো লিখছে দেখে হতবাক। বাস্তব এটাই, সুশান্ত নকল লোকজনকে কেয়ারই করত না। রোহিনী শুরু করেছেন এই বলে যে, দুমিনিটের খ্যাতির জন্য অধীর, এমন প্রত্যেকে ওর জীবন নিয়ে মতামত দিচ্ছেন। প্রথমত, ও আপনাদের খ্যাতি, মতামতের থোড়াই কেয়ার করত। যারা ওর সঙ্গে যোগাযোগ ছিল না বলে আক্ষেপ করে পোস্ট করতে ব্যস্ত, তাদের নিয়ে মাথাই ঘামাত না ও। আসলে ওরও সম্পর্ক রাখা নিয়ে কোনও চিন্তাই ছিল না। নকল বন্ধুবান্ধব, ফোন কল, ক্ষুদ্র আলোচনাকে ঘেন্না করত ও। আপনারা ওকে বাতিল করেননি, আপনাদের পার্টি, লবিকে প্রত্যাখ্যান করেছে ও-ই। ওর কোনও শিবিরে থাকার প্রয়োজন হয়নি, নিজের সাম্রাজ্যই ছিল ওর। একজন যোদ্ধা ছিল, নিজের জায়গা তৈরি করেছিল।
সুশান্ত কখনও কোনও বৃত্তের লোক হওয়া বা ১০০ কোটির ক্লাবের একজন হওয়ার কথা ভাবেননি, বহিরাগত ছিলেন বলে জানিয়েছেন রোহিনী। লিখেছেন, এসবের ঊর্ধ্বে ছিল ও। পুরস্কার নিয়ে কখনও মাথাই ঘামাত না ও। একবার একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেছিল স্রেফ বিরক্তিকর লেগেছিল বলে। এমনকী এটা হয়েছিল ওকে সেরা অভিনেতার পুরস্কার ঘোষণার আগে। আসলে একটা ট্রফি ওকে আকৃষ্ট করতে পারত না, তার চেয়ে বেশি আকর্ষণীয় কিছু দরকার হত। ওর ভিতরে ছিল প্রকৃতির শক্তি। ওর প্রাপ্তি ছিল বহুমুখী। ও ছিল কোয়ান্টাম ফিজিক্সের মতোই সহজ, এক বেখাপ্পা জিনিয়াস। সাত্রঁ, নিত্সে পড়ত, জ্য়োতির্বিদ্য়া, বৈরাগ্য় নিয়ে স্টাডি করত, কবিতা লিখত, গিটার বাজাত, ডান, বা-দুটো হাতেই লিখত। এই বিশ্ব, গ্রহকে বাঁচানো, মঙ্গলে যাওয়ার কথা কল্পনা করত। অনেক দানধ্য়ান করেছে, আপনাদের ভাবনার অতীত, এমন বৈজ্ঞানিক প্রজেক্ট, উদ্ভাবনী কাজে পয়সা দিত। সুতরাং ওকে বোঝানোর চেষ্টা করবেন না বা শুধু নিজেদের এজেন্ডার স্বার্থে ওকে ছোট করবেন না।
টাকাপয়সার কথা ভাবত না, কোটি টাকার চেক ফেরাতে দেখেছি ওকে, সুশান্তকে নিয়ে আবেগমথিত পোস্ট বান্ধবী রোহিনী আয়ারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2020 08:55 PM (IST)
প্রয়াত অভিনেতার বন্ধু রোহিনী আয়ার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ওকে নিয়ে খবর দেখার জন্য সোস্যাল মিডিয়ায় চোখ পড়লেই দেখি, শুধুই গল্প ফাঁদা হচ্ছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -