সূরজ ওঝা, মুম্বই: বিয়ের জন্য প্যারোলে মুক্ত ড্রাগ মামলায় অভিযুক্ত সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থরে গ্রেফতার করেছিল নার্টোটিক্স কনট্রোল ব্যুরো। সম্প্রতি বিয়ের জন্য জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তাঁর সেই আবেদন আজ খারিজ করে দেয় আদালত। তার বদলে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করতে সিদ্ধার্থকে মাত্র কয়েকদিনের জন্য প্য়ারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ২৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা সিদ্ধার্থ পিঠানির। সেই অনুষ্ঠানের জন্যই জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে অনুমতি দেয়নি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, বিয়ের সমস্ত রীতি মেটানোর পর ২ জুলাই তাঁকে ফের ফিরে আসতে হবে জেলে। 


গত ২৬ মে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা ও মাদক তদন্তে হায়দরাবাদ থেকে সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করা হয়। এরপর আইনি কাস্টার্ডিতে পাঠানো হয় তাঁকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ১২,০০০ পাতার চার্জশিট পেশ করা হয়। সেখানে রিয়া চক্রবর্তী সহ ৩৩ জন অভিযুক্তের নাম ছিল। নাম ছিল রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীরও। এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের বাড়ির চাকর নিরজ ও কেশবকেও। এক বছর পেরিয়ে এখনও শেষ হয়নি সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা। 


প্রথমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার ছিল মুম্বই পুলিশের হাতে। এরপর সেই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই হস্তান্তর হয় এই মামলা। এরপরেই ৩৩ জনের নাম সহ চার্জশিট গঠন করা হয়। সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে জড়িয়ে যায় মাদক মামলাও। বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদেরও জিজ্ঞাসাবাদ করতে ডাকে সিবিআই।


১৪ জুন, ২০২০। ঠিক এক বছর আগে এই দিনেই হঠাৎ একটা খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ানগরী ছাড়িয়ে দুসংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বান্দ্রার সুসজ্জিত ফ্ল্যাটের ঘর থেকে তখন দেহ উদ্ধার করতে পুলিশ। গলা গাঢ় হয়ে বসে যাওয়া ফাঁসের দাগ, নিথর সুশান্ত সিং রাজপুতের দেহ। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল বলিউডের এক জনপ্রিয়, সম্ভাবনাময় নায়কের জীবন। এক বছর পেরিয়ে এখনও সুশান্তের কথা মনে পড়লে গলা বুজে আসে অনেক অনুরাগীর।