মুম্বই: শ্যুটিংয়ের সেটে জখম হয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের পরের ছবি ‘রাবতা’-র শ্যুটিংয়ে অ্যাকশন স্টান্ট করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেতা। দিনেশ ভিজান পরিচালিত ছবির চূড়ান্ত শিডিউল সম্প্রতি শেষ করেছেন তিনি। সেখানেই স্টান্ট সিকোয়েন্সে শ্যুটিং করতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান সুশান্ত। একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৩০ বছর বয়সি অভিনেতার। এক বিবৃতিতে সুশান্ত বলেছেন, অনেক অনুশীলন করি। প্রতিবার ঠিকঠাকই স্টান্ট হচ্ছিল। কিন্তু শ্যুটিংয়ের দিন বৃষ্টি হল। পিছল মাঠে পড়ে গিয়ে আঘাত লাগে। তবে আমি খুশি যে, শেষ পর্যন্ত দৃশ্যটার শ্যুটিং শেষ করতে পেরেছি।
প্রসঙ্গত, ‘রাবতা’-য় সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন কৃতী শ্যানন। আগামী ফেব্রুয়ারিতে ছবিটি রিলিজ হওয়ার কথা।
তবে সুশান্ত তাকিয়ে রয়েছেন বহু প্রতীক্ষিত মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক-এর দিকে। ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। ধোনির চরিত্রে তাঁর অভিনয় কেমন লাগবে দর্শকদের, সেটাই ভাবনা তাঁর।
‘রাবতা’-র শ্যুটিংয়ে চোট পেয়েছেন সুশান্ত সিংহ রাজপুত
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2016 01:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -