মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার সঞ্জয়লীলা বনশালীকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ।
‘রামলীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’ ছবি দুটিকে নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, ‘রামলীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’ ছবি দুটিতে সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল। কিন্তু সূত্রের খবর,  যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি থাকায় সঞ্জয়লীলার ছবি দু‘টিতে অভিনয় করতে পারেননি সুশান্ত। এই কারণেই সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের সম্পর্ক খারাপ হয়েছিল বলে সূত্রের খবর। এই বিষয়টি সম্পর্কে বিষদে জানার জন্যই সঞ্জয়লীলা বনশালীর বয়ান রেকর্ড করা হবে।
ইতিমধ্যে সুশান্তের মৃত্যু নিয়ে বহু ঘনিষ্ঠকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে আছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, 'দিল বেচারা'র নায়িকা সঞ্জনা সঙ্ঘী।