মুম্বই: মিটু শুরু হওয়ার পর থেকেই বলিউডের বন্ধ আলমারি থেকে উঁকি দিচ্ছে একের পর এক কঙ্কাল। এবার অভিযুক্ত নায়ক সুশান্ত সিংহ রাজপুত। অভিযোগ, এখনও মুক্তি না পাওয়া কিজি অ্যান্ড ম্যানি ছবিতে তাঁর নায়িকা সঞ্জনা সাংঘিকে যৌন নিগ্রহ করেছেন তিনি। খোদ সঞ্জনাই করেছেন এই অভিযোগ। যদিও সুশান্তের দাবি, তিনি নির্দোষ, অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সংবাদমাধ্যমের খবর, সুশান্তের আচরণে ছবির সেটে অস্বস্তিতে পড়েন সঞ্জনা। তিনি একেবারেই নবাগত, এই সুযোগে সুশান্ত তাঁর সঙ্গে অতিরিক্ত মাখামাখির চেষ্টা করছিলেন। এমনকী একবার এতটাই বাড়াবাড়ি করেন, যে নায়িকা তাঁর বাবা মাকে সব কিছু জানাতে বাধ্য হন, বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিংও। যদিও সঞ্জনা প্রকাশ্যে মুখ খোলেননি এ ব্যাপারে।

সুশান্ত অবশ্য টুইটারে দাবি করেছেন তিনি নির্দোষ। সঞ্জনার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথন শেয়ারও করেছেন তিনি। এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-র নায়কের বক্তব্য, কেউ তাঁর বদনাম করে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছেন। দেখুন তাঁর টুইট




গতকাল থেকে আচমকা সুশান্তের নাম টুইটারে ট্রেন্ড হতে শুরু করে, বহু টুইটার ব্যবহারকারী আলোচনা শুরু করেন, তাঁর নামে ওঠা অভিযোগ নিয়ে। শোনা যায় টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টের প্রমাণ হিসেবে যে নীল টিক তাঁর নামের পাশে ছিল, এই অভিযোগ ওটার পর তা খুইয়েছেন তিনি। যদিও সুশান্তের দাবি, নতুন কিছু নয়, ৫ সেপ্টেম্বর থেকেই ওই চিহ্ন তাঁর নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।




ছবির পরিচালক মুকেশ ছাবরা অবশ্য নায়ককেই সমর্থন করেছেন। তিনি বলেছেন, সেটে এমন কিছু ঘটেনি, সুশান্ত যা বলছেন সব ঠিক। টুইটারে বিচারসভা না বসানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি।