এই খবর প্রকাশ্যে আসায় নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে গজপতি জেলা প্রশাসন। মুকুন্দ ডোরাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছে তারা। মেয়ে মারা গিয়েছে তিতলি ঝড়ে, ময়নাতদন্তের জন্য দেহ কাঁধে ৮ কিমি হাঁটলেন বাবা
ABP Ananda, Web Desk | 19 Oct 2018 01:17 PM (IST)
ভুবনেশ্বর: পুজোর ঠিক আগে ওড়িশার উপকূলবর্তী এলাকা বিধ্বস্ত করে দিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় তিতলি। প্রশাসন সতর্ক থাকায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কিন্তু পরিস্থিতি শান্ত হতে গজপতি এলাকা থেকে সামনে উঠে এসেছে হৃদয়বিদারক এক ঘটনার ছবি। ঝড়ের সময় বাড়ির বাইরে ছিল ৮ বছরের মেয়ে চক্রবাত ডোরা। ১১ তারিখ থেকে নিখোঁজ ছিল সে। গতকাল স্থানীয় এক নালা থেকে উদ্ধার হয় তার দেহ। বাবা মুকুন্দ ডোরা এ ব্যাপারে পুলিশকে জানান। অভিযোগ, পুলিশ এসে মৃত বালিকাটির কয়েকটি ছবি তুলেই দায়িত্ব সেরে ফেলে, দেহ ময়নাতদন্তে পাঠানোর কোনও ব্যবস্থা নেয়নি তারা। বাধ্য হয়ে মুকুন্দই কাঁধে তুলে নেন নিজের মেয়ের মৃত শরীর। সেভাবে হেঁটে যান ৮ কিলোমিটার দূরের হাসপাতালে, দেহের ময়না তদন্তের জন্য। দেখুন সেই ভিডিও