মুম্বই: চাঁদে জমি কিনলেন সুশান্ত সিংহ রাজপুত!

খবরে প্রকাশ, চাঁদের অন্ধকার পিঠে এক টুকরো জমি নিয়েছেন এই বলিউড অভিনেতা। সুশান্তের আগামী ছবির নাম হল ‘চান্দা মামা দূর কে’। অনেকে মনে করছেন, অত্যন্ত সুকৌশল এবং অভিনবত্বের সঙ্গে ছবির প্রচার শুরু করলেন তিনি।

জানা গিয়েছে, ইতিমধ্যেই, অত্যাধুনিক ও শক্তিশালী ‘মিয়াদ ১৪ ইঞ্চি এলএক্স ৬০০’ টেলিস্কোপের মালিক তিনি। অনেকেই রসিকতা করে প্রশ্ন করছেন, তাহলে কী চাঁদে জমি কিনবেন বলে তার আগাম প্রস্তুতি-পর্ব হিসেবে টেলিস্কোপ কিনেছিলেন সুশান্ত? তবে, সেই জমি চাঁদের উল্টো পিঠে হওয়ায় পৃথিবী থেকে তা দেখা সম্ভব নয়।

জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ‘মেয়ার মাস্কোভিয়েন্স’ বা সি অফ মাস্কোভি অঞ্চলে নিজের নামে এক ফালি জমি নথিভুক্ত করেছেন সুশান্ত। তিনিই প্রথম বলিউড অভিনেতা যিনি এই জমি নিজের নামে নথিভুক্ত করালেন। যদিও, এর আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে চাঁদে জমি উপহার দিয়েছেন তাঁর এক ভক্ত।

সূত্রের খবর, গত ২৫ জুন এই জমি নথিভুক্তকরণের কাজ সম্পন্ন করেছেন সুশান্ত। যদিও, কোনওমতেই, সেই জমিকে নিজের বলে দাবি করতে পারবেন না অভিনেতা। কারণ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, চাঁদ সহ বিশ্বব্রহ্মাণ্ডের অন্য গ্রহ, উপগ্রহ বা বস্তুগুলি—সার্বিক মানব সভ্যতার অভিন্ন ঐতিহ্য। ফলত, কোনও দেশ বা ব্যক্তি অথবা সংস্থা তার ওপর কর্তৃত্ব ফলাতে পারবে না।