মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলার তদন্তে রিয়া চক্রবর্তীকে আজ সাড়ে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আগামীকালও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। যদিও তাঁকে ফের তলবের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। সময়ও ঠিক হয়নি বলে জানা গেছে। সূত্রের খবর, সিবিআই অভিনেত্রীর জবাবে সন্তুষ্ট হতে পারেনি।

সূত্রের খবর, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রিয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, সেগুলি ভিত্তিহীন। রিয়া বলেছেন, ৮ জুন থেকে ১৩ জুনের মধ্যে কী হয়েছে, তা তাঁর জানা নেই। রিয়া আরও জানিয়েছেন, সুশান্ত অবসাদগ্রস্ত ছিলেন। চিকিৎসক এর প্রমাণ দেবেন।

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর রিয়া সান্তাক্রুজ থানায় পৌঁছন। ডিআরডিও গেস্ট হাউস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় সেখানে ছিল সংবামাধ্যমের কর্মীদের ভিড়। এরপর তিনি গাড়ি ঘুরিয়ে থানায় পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই শৌভিকও। রিয়া পুলিশের কাছে নিরাপত্তা প্রদানের দাবি জানান। এরপর পুলিশের সুরক্ষায় বাড়িতে পৌঁছন তিনি। এভাবে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।