কৃতী শ্যাননের প্রতি ভালবাসা স্বীকার সুশান্ত সিংহ রাজপুতের!
ABP Ananda, Web Desk | 07 Jan 2017 11:02 AM (IST)
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের সময়টা এখন খুব ভাল যাচ্ছে। কিছুদিন আগেই সোলো হিট দিয়েছেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে। আর এখন বলিউডের একের পর এক সুন্দরীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ছে। তবে সুশান্ত নাকি নিজেই জানিয়েছেন, কৃতী শ্যানন সুশান্তের কাছে স্পেশাল। এক পত্রিকার দাবি, তিনি নাকি এক বন্ধুকে বলেছেন, বান্ধবীদের মধ্যে কৃতীকেই সবথেকে বেশি ভালবাসেন তিনি! তাহলে কি বলা যেতে পারে, তাঁদের মধ্যে প্রেম চলছে? নাকি সুশান্ত এখনও খাতায় কলমে এখনও সিঙ্গল? সলমন খানের জন্মদিনের পার্টিতে ‘এম এস ধোনি’-র নায়িকা কিয়ারা আডবাণীকে নিয়ে সুশান্তের আদিখ্যেতা অনেকেরই নজরে পড়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বোধহয় এখনও আসেনি। তাই না?