‘সাবধান ব্রড, যুবি ফিরে এসেছে’! ট্যুইটারে যুবরাজের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বাস
ABP Ananda, web desk
Updated at:
07 Jan 2017 08:23 AM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে শুরু বিরাট-যুগ। টেস্টের পর এবার ভারতের সীমিত ওভারের দলেরও অধিনায়ক হলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে যুবরাজ সিংহের। ভারতীয় দলের সমর্থকরা যুবির প্রত্যাবর্তন নিয়ে যারপরনাই খুশি। যুবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ঘোরাফেরা করছে। এরই মধ্যে যুবির কথা উল্লেখ করে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ড ব্রডকে খোঁচা দিয়েছেন কেউ কেউ। বলেছেন, সাবধান, ব্রড, যুবরাজ ফিরে এসেছে। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপে ব্রডের একটি ওভারে যুবির ছয়টি ছক্কা মারার রেকর্ডের উল্লেখ করে ওই মন্তব্য করা হয়েছে। যুবির সেই অবিস্মরণীয় কীর্তির ভিডিও পোস্ট করা হয়েছে।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -