মৃত্যুর পরেও সুশান্ত এই সম্মান পাওয়ায় খুশি তাঁর দিদি। তিনি বলেছেন, ‘ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি থেকে ভাইয়ের হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি বিশেষ গৌরবান্বিত। ভারতীয় ছবিতে অবদান এবং সেবামূলক কাজের স্বীকৃতি পেল আমার ভাই। এই সঙ্কটের সময় সমর্থনের জন্য অ্যাসেম্বলি ও ভারতীয় বংশোদ্ভূতদের সংগঠনকে ধন্যবাদ জানাই।’
শ্বেতার স্বামী বিশাল কীর্তি বলেছেন, ‘সুশান্তের জন্য ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে সামিল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা আশা করছেন, সুশান্তের মৃত্যুর ঘটনার পক্ষপাতহীন তদন্ত হবে। সবাই ভারত সরকারের দিকে তাকিয়ে।’
সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই অব্যাহত। রাজনৈতিক চাপানউতোরও চলছে। এরই মধ্যে সুশান্তের আইনজীবীর বিস্ফোরক অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ ছিল না। ফলে এই হত্যারহস্যের তদন্ত নিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে।