কলকাতা: এবার সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-কে নিয়ে তৈরি করা ছবির অনলাইন স্ট্রিমিং নিষিদ্ধ করা থেকে বিরত থাকল দিল্লি আদালত। সুশান্ত সিংহ রাজপুতের জীবনী নিয়ে তৈরি এই ছবিকে ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত করছে এই মর্মে নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল অভিনেতার পরিবারের তরফ থেকে। এই ছবি বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিংহ।
Nyay:The Justice নামের এই ছবিটি তৈরি হয়েছিল সুশান্তের জীবনী নিয়ে। কিন্তু তাঁর পিতার অভিযোগ, এই ছবি বানানোর আগে নাকি কোনোরকম অনুমতি নেওয়া হয়নি তার থেকে। শুধু তাই নয়, সুশান্তের জীবনের বিভিন্ন ব্যক্তিগত তথ্যও নাকি এই ছবিতে তুলে ধরা হয়েছে। আজ এই ছবি নিয়ে দিল্লি হাইকোর্ট জানায়, কোনও মানুষের ব্যক্তিগত জীবন তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। সুশান্তের জীবনকে ছবিতে তুলে ধরা নিয়ে যে আর্জি জানানো হয়েছে, সেই অধিকার কেবল একজন জীবিত মানুষের ওপরেই বর্তায়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত বিষয় প্রচারে লাগাম টানতে আবেদনকারীরা যে উত্তরাধিকার সত্ত্বের সুরক্ষা চেয়েছিলেন, বিচারপতি শঙ্কর তার প্রেক্ষিতে কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি দেননি।
এই ছবির নির্মাতাদের দাবি ছিল, এই ছবিতে সুশান্তকে নিয়ে কোনও ব্যক্তিগত বিষয় দর্শকদের কাছে জানানো হয়নি। কেবল বলিউডে একজন অভিনেতা হিসেবে তাঁর সফর, অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবন যেটুকু সমাজমাধ্যমে ছড়িয়ে রয়েছে বা তিনি নিজে কখনও সাক্ষাৎকারে বলেছেন সেটুকুই ছবিতে তুলে ধরা হয়েছে। এগুলি হল পুরনো তথ্য যা আবার নতুন মোড়কে দেখানো হয়েছে। এই ছবি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাই করছে।
তাঁর মৃত্যুতে কার্যত নড়েচড়ে বসেছিল গোটা ইন্ডাস্ট্রি। শত শত অনুরাগীর মনখারাপ, একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ সব মিলিয়ে বারে বারে শিরোনামে উঠে এসেছে তাঁর মৃত্যু। প্রাণোচ্ছল, প্রতিভাবান এক তরুণ অভিনেতার জীবন যে মাত্র ৩৪ বছরে থেকে যাবে, তা যেন মেনে নিতে পারেননি কেউ। এখনও। যাঁরা তাঁর অনুরাগীও ছিলেন না, তাঁদেরও সমানভাবে ছুঁয়ে গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর মৃত্যু।
২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। ঠিক কেন মাত্র ৩৪ বছর বয়সে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা, এমনকি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাঁর মৃত্যুর পিছনে ছিল অন্য রহস্য, সেই উত্তর আজও মেলেনি। ৩ বছরেরও বেশি সময় ধরে সুশান্ত সিংহ মৃত্যু মামলার বিভিন্ন তদন্ত চলছে।
আরও পড়ুন: The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি'-র পরে হাতে প্রচুর অফার, কেরিয়ার নিয়ে কী ভাবছেন আদাহ্?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন