মুম্বই: বরাবরই আলোকবর্ষ দূরের তারাদের কাছে পৌঁছাতে চাইতেন সুশান্ত সিংহ রাজপুত। দু চোখ ভরে দেখতে চাইতেন তারাদের সাম্রাজ্য। এরকমই এক তারা খোঁজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতার বন্ধু, প্রযোজক বিকাশ গুপ্তা।
ভিডিওটি শেয়ার করে বিকাশ লিখেছেন, '' ভিডিওটি না শেয়ার করে পারলাম না। দারুণ ভিডিও এটি। ধন্যবাদ সুশু। অনেকেই জানে না, তুমি আমার ভাই সিড বাড়ি ছেড়ে যাওয়ার পর, তাকে ফিরিয়ে এনেছিলে। ...তুমি বন্ধুর থেকেও বেশি উপকার করেছ। সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। #sushantsinghrajput #vikasgupta #sidharthgupta
তুমিও ওই তারাদেরই একজন। তুমি ভগবানের আপন সন্তান। ”
সুশান্তের মৃত্যুর পর শোকাহত বিকাশও। প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে লম্বা একটি পোস্ট করেন।
“সেই সময় আমি দেখতাম, কত খোলামেলা ছেলে ছিল সুশু। কোনওকিছু নিয়ে চিন্তার ছাপ নেই। ও টিভির নাম্বার ওয়ান শো-ও ছেড়ে দিতে পারত! কোনওকিছু নিয়েই বেশি ভাবনা ছিল না ওর। আমরা সপ্তাহের পর সপ্তাহ কিচ্ছুটি না করে, চা-কফি খেতে খতে আড্ডা দিতে পারতাম, ভাল ছবি তৈরির পরিকল্পনা করতাম। আমি ওকে দেখেছি 'ঔরঙ্গজেব' #Aurangzeb ছবিটি প্রত্যখ্যান করতে। ”
সেই সময় 'ঔরঙ্গজেব' ছবিটি প্রত্যাখ্যান করতে গিয়ে সুশান্ত বারবার বলছিল, কী করে যশরাজকে না করি আমি? কিন্তু সেটা সম্ভব হয়েছিল ওই 'পাগলি' মেয়েটির (অঙ্কিতা) জন্য। ওই সুশান্তকে বলেছিল, যা মন চায় সেটাই করো।
সুশান্ত বলতে এখনও তাঁর সেই হাসিখুশি চেহারার ছেলেটির কথাই মনে পড়ে, যে কোনওকিছু নিয়েই টেনশন করত না। কারণ? ' টেনশন অঙ্কিতাকে দেখলে পালিয়ে যেত!'
অঙ্কিতাকে নিয়ে বিকাশের মতামত, সে এমন একটি মেয়ে, যে সুশান্তের হাসিমুখ না দেখে কাছ-ছাড়া হত না।
ওই 'পাগলি' মেয়েটির জন্য সুশান্ত এটা করতে পেরেছিল, অঙ্কিতাকে নিয়ে আর কী বললেন অভিনেতার প্রযোজক বন্ধু?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2020 09:28 AM (IST)
' ...তুমি বন্ধুর থেকেও বেশি উপকার করেছ। সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব।'
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -