শ্রীনগর: আজ কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে খতম করল সেনা ও নিরাপত্তা বাহিনী। সেনার ৬২ রাষ্ট্রীয় রাইফেলস ছাড়াও এতে অংশ নেয় সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ। সংঘর্ষ চলছে এখনও।


আমসিপোড়া গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে শেষরাতে সেনা ও নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় এ নিয়ে দু’বার জঙ্গি-বাহিনী সংঘর্ষ হল। শুক্রবার ভোরে কুলগাম জেলার নাগনাদ চিমার এলাকায় ৩ জৈশ ই মহম্মদ জঙ্গি সংঘর্ষে খতম হয়।

এই জঙ্গিদের মধ্যে একজন ছিল জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার, আইইডি বিশেষজ্ঞ। তবে ৩ সেনা জওয়ানও এই সংঘর্ষে জখম হয়েছেন।