শ্রীনগর: আজ কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে খতম করল সেনা ও নিরাপত্তা বাহিনী। সেনার ৬২ রাষ্ট্রীয় রাইফেলস ছাড়াও এতে অংশ নেয় সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ। সংঘর্ষ চলছে এখনও।
আমসিপোড়া গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে শেষরাতে সেনা ও নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় এ নিয়ে দু’বার জঙ্গি-বাহিনী সংঘর্ষ হল। শুক্রবার ভোরে কুলগাম জেলার নাগনাদ চিমার এলাকায় ৩ জৈশ ই মহম্মদ জঙ্গি সংঘর্ষে খতম হয়।
এই জঙ্গিদের মধ্যে একজন ছিল জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার, আইইডি বিশেষজ্ঞ। তবে ৩ সেনা জওয়ানও এই সংঘর্ষে জখম হয়েছেন।
কাশ্মীরের সোপিয়ানে ৩ জঙ্গিকে খতম করল সেনা, সংঘর্ষ এখনও চলছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2020 08:14 AM (IST)
এই জঙ্গিদের মধ্যে একজন ছিল জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার, আইইডি বিশেষজ্ঞ। তবে ৩ সেনা জওয়ানও এই সংঘর্ষে জখম হয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -