তাঁর ঠিক আগে প্রকাশ্যে এল মুকেশের গলায় সুশান্তের স্মৃতিচারণের ভিডিও।
পরিচালক বললেন, কেমন দিল বেচারার ম্যানি? কেমনই বা তাঁর প্রিয় বন্ধু।
'শটের মাঝে অনেক কথা হত। পুরনো-নতুন নানা ছবি নিয়ে আলোচনা হত সবসময়।', বলছিলেন মুকেশ।
আর সুশান্তের মতো মানুষ মাঝ-মধ্যেই নানারকম ভাবে সেট মাতিয়ে দিতেন। সেই ছবি ধরা পড়েছে এই ভিডিওতেও।
দিল বেচারার ম্যানি আসলে রজনীকান্তের ফ্যান। অ্যাকশনে রজনী হলেও, আদব-কায়দায় অবিকল শাহরুখ।
একবার জামশেদপুরে পড়েছিল শ্যুটিংয়ের তাঁবু। সেখানে সময় পেয়েই 'ওম শান্তি ওমে'-এর গানের সঙ্গে অবিকল এসআরকে অবতারে সকলকে চমকে দেন এসএসআর।
'তুমকো পায়া হ্যায় তো জ্যায় সে খোয়া হুঁ' - শাহরুখের ভঙ্গিমা অবিকল অনুকরণ করেন সুশান্ত। তা দেখে সেটের সকলেই মুগ্ধ। দেখুন।