সুশান্ত এতদিন ছিলেন বান্দ্রারই কেপ্রি হাইটস নামে এক বহুতলে। তাঁর বহুতলের নিরাপত্তারক্ষীর বক্তব্য অনুযায়ী, নায়কের বাড়িতে নিয়মিত পার্টি আর হই হুল্লোড়ে পড়শিরা বিরক্ত হতেন, প্রচণ্ড জোরে গান বাজনা চলা নিয়ে নিয়মিত অভিযোগ করতেন তাঁরা। কর্তব্যরত নিরাপত্তারক্ষী পার্টির মাঝখানে হাজির হয়ে হট্টগোল কমানোর অনুরোধ করতেন। এ সব নিয়ে খাপ্পা ছিলেন সুশান্ত। তারপর তাঁর নিজেরও ওই ফ্ল্যাট কিছু কারণে পছন্দ হচ্ছিল না। তাই তিনি বীতশ্রদ্ধ হয়ে খানিক দূরে বান্ধবীর ফ্ল্যাটে উঠে তাঁর সঙ্গে লিভ ইন করা শুরু করেছেন।
রিয়া-সুশান্ত অবশ্য তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি কিন্তু তাঁদের নিয়মিত এখানে ওখানে দেখা যায়। দুজনে বেড়াতেও যান এক সঙ্গে।
সুশান্তকে এরপর দেখা যাবে দিল বেচারা ছবিতে, তাঁর বিপরীতে আছেন সঞ্জনা সাঙ্ঘি।