মুম্বই: বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনা নিয়ে এবার সরব হলেন শেখর সুমন। তিনি ট্যুইট করে জানিয়েছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, সুশান্ত নিশ্চয়ই সুইসাইড নোট রেখে গিয়েছেন। এই অভিনেতার মৃত্যুর জন্য যারা দায়ী, তারা শাস্তি না পাওয়া পর্যন্ত দেশের মানুষ চুপ করে বসে থাকবেন না বলেও দাবি করেছেন সুমন।
সুশান্তের মৃত্যুর জন্য অনেকেই বলিউডের স্বজনপোষণকে দায়ী করেছেন। বিহারের আদালতে সলমন খান, কর্ণ জোহরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে সুমনের ট্যুইট, ‘এটা পরিষ্কার, সুশান্ত সিংহ যেরকম কঠিন মানসিকতার ও বুদ্ধিমান ছিল, তাতে ও আত্মহত্যা করলে নিশ্চয়ই সুইসাইড নোট রেখে যাবে। আরও অনেকের মতোই আমার মনও বলছে, আমরা যা চোখে দেখছি, এই ঘটনার পিছনে আরও অনেককিছু আছে।’
অন্য একটি ট্যুইটে কারও নাম না করে বলিউডের কিছু ব্যক্তিকে আক্রমণ করে সুমন লিখেছেন, ‘চলচ্চিত্র জগতের অনেক বাঘা বাঘা ব্যক্তি সুশান্তের অনুরাগীদের রোষের মুখে পড়ার ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়েছেন। এই ভণ্ডদের মুখোশ খুলে গিয়েছে। দোষীরা সাজা না পাওয়া পর্যন্ত বিহার ও ভারত চুপ করে বসে থাকবে না। বিহার জিন্দাবাদ।’
সুমন আরও লিখেছেন, ‘সুশান্ত বিহারী ছিল। তাই ওকে নিয়ে বিহারীদের আবেগ থাকবেই। তবে ভারতের অন্যান্য রাজ্যগুলির মানুষও এই ঘটনায় উদ্বিগ্ন। সুশান্তের মতো পরিণতি যেন অন্য কোনও তরুণের না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’