নয়াদিল্লি: নয়াদিল্লির চিনা দূতাবাসের বাইরের সাইনবোর্ডের ওপর চিন-বিরোধী পোস্টার মারল হিন্দু সেনা কর্মীরা। সেই পোস্টারে স্লোগান লেখা রয়েছে, ‘চিন বিশ্বাসঘাতক’, ‘হিন্দি-চিনি বাই বাই’। গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রতিবাদেই তাদের এই পদক্ষেপ। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) জনগণতন্ত্রী চিনের আগ্রাসনের বিরুদ্ধে আজ হিন্দু সেনার সদস্যরা চিনা দূতাবাসের সাইনবোর্ডে পোস্টার মেরেছে বলে জানান। যদিও তারা এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পায়নি বলে জানিয়েছে পুলিশ।
জনৈক পুলিশকর্তা বলেন, কেউ বোর্ডের ওপর এক টুকরো কালো কাগজ সেঁটেছে। ওখানে বসানো সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকা যাদের আওতাধীন, সেই নয়াদিল্লি পুরসভার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দক্ষিণপন্থী গোষ্ঠীটির রাজধানীতে রাস্তার সাইনবোর্ডে কালি লেপে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৫র মে মাসে মুঘল সম্রাট আকবর, ফিরোজ শাহের মতো মুসলিম শাসকদের নামাঙ্কিত রাস্তার সাইনবোর্ডেও কালি লাগায় তারা। গত বছরও তারা দিল্লির বেঙ্গলি মার্কেট এলাকার বাবর রোডের সাইনবোর্ডে কালি লেপে তারা নাম বদলের দাবি করে।