কলকাতা: ফের বড়পর্দায় দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-কে। নতুন করে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' (MS Dhoni: The Untold Story)। আগামী ১২ মে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)-র বায়োপিক। 


সুশান্ত সিংহ রাজপুতের কেরিয়ারের অন্যতম হিট ছবি 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'। ধোনির জীবনের জানা-অজানা অনেক গল্প দর্শকদের সামনে তুলে ধরেছিল এই ছবি। নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবিতে সুশান্ত ছাড়াও ছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani), দিশা পাটানি (Disha Patani) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আর এই ছবিই কার্যত বদলে দিয়েছিল সুশান্তের জীবন।


এই ছবিতে ধোনির চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ভারতীয় প্রাক্তন অধিনায়কের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন ধোনি। এমএস জানিয়েছিলেন, সেই সময়ে সুশান্ত ধোনিকে প্রচুর প্রশ্ন করতেন। ধোনিও যতটা সম্ভব মন খুলেই উত্তর দিতেন তাঁর। নিজের সম্পর্কে এত কথা বলা সোজা ছিল না ধোনির পক্ষে। কিন্তু কেবল ছবির স্বার্থেই সুশান্তের কাজে কার্যত নিজের জীবনটা উজাড় করে দিয়েছিলেন ধোনি। আর তার সদব্যবহারও করেছিলেন সুশান্ত। যাঁরা ধোনিকে কাছ থেকে দেখেছেন, তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন যে দুটো চরিত্রের মধ্যে এত মিল কখনও হতে পারে!                                     


কেবল বাইশ গজের ইতিহাস নয়, পর্দায় ফুটে উঠেছিল ধোনির ব্যক্তিগত জীবনও। মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক, সবই ফুটে উঠেছিল পর্দায়। সাক্ষীর চরিত্রে দেখা গিয়েছিল কিয়ারাকে। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। বান্দ্রায় তাঁর বাসভবন থেকে উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। অনেকেই বলে, আত্মহত্যা করেছিলেন সুশান্ত। তবে তাঁর মৃত্যু এখনও রহস্যে মোড়া। তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছিল। তবে তার কোনোটাই এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। এখনও দর্শকরা ভুলতে পারেননি মিষ্টি হাসি মুখের প্রতিভাবান সেই অভিনেতাকে।


আরও পড়ুন: Satyam at Byomkesh: অজিত নয়, ব্যোমকেশে দেবের বিপরীতে মণিলালের চরিত্রে থাকছেন সত্যম


আরও পড়ুন: Banana Skin Benefits: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা