Share Market Update: বাজার বিশেষজ্ঞদের মতই সত্যি হতে চলেছে। টানা কিছু সপ্তাহ পতনের পর ফের গতি দেখাচ্ছে বাজার। অ্যানালিস্টরা বলছেন, আগামী সপ্তাহেই ১৯,০০০ ছুঁতে পারে নিফটি। তবে বিশ্ববাজারের বড় কোনও ঘটনায় থমকাতে পারে ভারতীয় শেযার বাজার।


Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?


ব্যাঙ্কিং ও NBFC স্টকগুলিতে ভারী কেনাকাটার জন্য আজ ভারতীয় স্টক মার্কেটে গতি দেখা গেছে। এদিন এফএমসিজি সেক্টর বাদে সব সেক্টরের শেয়ারে কেনাকাটা দেখা গেছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের সুদের হার বৃদ্ধি ভারতীয় বাজারের ভাবাবেগে কোনও নেতিবাচক প্রভাব ফেলেনি। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 556 পয়েন্টের লাফ দিয়ে 61,749 এ বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 166 পয়েন্টের লাফ দিয়ে 18,255 পয়েন্টে দৌড় থামিয়েছে।


Share Market Update: আজকের সেক্টর আপডেট ?
আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, মেটাল, এনার্জি, ইনফ্রা, উপভোক্তা, স্বাস্থ্যপরিষেবা, তেল ও গ্যাস সেক্টরের স্টকগুলি ওপরে বন্ধ হয়েছে। শুধুমাত্র এফএমসিজি স্টকগুলি হ্রাস পেয়েছে। স্মলক্যাপ এবং মিডক্যাপ শেয়ারগুলিতেও কেনাকাটা দেখা গেছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 21টি শেয়ার বেশি এবং 9টি নিচে বন্ধ হয়েছে। নিফটির 50টি স্টক, 37টি স্টক উত্থানে ও 13টির পতন হয়েছে।


Stock Market Closing: কোন স্টকের কী অবস্থা ?


আজকের ট্রেডিং সেশনে Bajaj Finance 3.43%, HDFC 2.64%, HDFC Bank 2.08%, Bajaj Finserv 2.06%, Asian Paints 1.82%, SBI 1.72%, TCS 1.26%, Reliance 1.16% বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে৷ IndusInd Bank 0.98 শতাংশ, Nestle 0.76 শতাংশ, Tata Motors 0.65 শতাংশ, ITC 0.62 শতাংশ, পাওয়ার গ্রিড 0.40 শতাংশ পতনের সঙ্গে ক্লোজ করেছে। 


Share Market Update: বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি হয়েছে কত ? 
শেয়ারবাজারে উচ্ছ্বাসের কারণে আজকের ট্রেডিংয়ে বিনিয়োগকারীদের সম্পদে 2 লাখ কোটি টাকার উত্থান দেখা গেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন 275.16 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা বুধবার 273.24 লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ আজকের বাণিজ্যে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১.৯২ লক্ষ কোটি টাকা।


সম্প্রতি বিশ্ববাজারের পরিস্থিতির নিরিখে অনেকটাই ভাল অবস্থায় রয়েছে ভারতের শেয়ারবাজার। মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা করার পর চিন্তা বেড়েছে আমেরিকার অর্থনীতির। সেই তুলনায় অনেকটাই নিশ্চিন্ত ভারত । খোদ ভারতের স্থিতিশীল অর্থব্যবস্থা নিয়ে প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড।


আরও পড়ুন : AI Fraud: সাইবার অপরাধীরা পেতেছে এই নতুন ফাঁদ, ৮৩ শতাংশ ভারতীয় পড়েছে এদের কবলে