মুম্বই: কৃত্রিম মেধা (এআই)-র ওপর নির্ভর করে একটি মোবাইল অ্যাপ বানাচ্ছিলেন সুশান্ত সিংহ রাজপুত! অভিনেতার মৃত্যুর তিন মাস পর সেই তথ্য ফাঁস করলেন গায়ক আরিয়ান রোমাল। তিনি জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে ভারতের দরিদ্রদের সাহায্য করার পরিকল্পনা ছিল প্রয়াত অভিনেতার।
রোমাল বলেছেন, ‘সুশান্তের সঙ্গে শেষ দেখা হয়েছিল এক বছর আগে। গত বছরের মার্চ অথবা এপ্রিলে। মুম্বইয়ের একটি পার্টিতে। প্রযুক্তি নিয়ে অনেক আড্ডা মেরেছিলাম। ও বলেছিল একটা মোবাইল অ্যাপ তৈরি করছে। ২০২০ সাল নাগাদ নিশ্চয়ই কিছু একটা তৈরি করেছিল ও। সেটা কোথায় গেল? এআই ব্যবহার করে ও একটা অ্যাপ বানিয়েছিল, যাতে ভারতের দরিদ্ররা উপকৃত হন। ও আমাকে বেশি কিছু ভাঙেনি অবশ্য। কারণ এটা সম্পূর্ণ ওর পরিকল্পনা ছিল এবং তা চুরি হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল।’
রোমাল বেশ কিছু হিন্দি সিনেমায় গীতিকার হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে বলিউডের সঙ্গে যোগাযোগ রয়েছে। রোমাল বলেছেন, ‘কেউ কেউ এমন থাকে যারা মনে ছাপ ফেলে যায়। সুশান্ত সেরকমই একজন। এআই নিয়ে কোনও অভিনেতার এরকম আগ্রহ আর কৌতূহল আমি দেখিনি। সে জন্যই সুশান্ত ছিল সকলের চেয়ে আলাদা।’
গরিবদের সাহায্য করার জন্য মোবাইল অ্যাপ বানাচ্ছিলেন সুশান্ত, দাবি ডেনমার্কের গায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Sep 2020 03:26 PM (IST)
রোমাল বেশ কিছু হিন্দি সিনেমায় গীতিকার হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে বলিউডের সঙ্গে যোগাযোগ রয়েছে।

NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -