অভিযুক্তদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের ঠিক কী কী অংশ মুছে ফেলা হয়? ইডি এবার চায় সুশান্তের ফোন দেখতে

অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তারা সুশান্তের সঙ্গে নিজেদের চ্যাটের কোন কোন অংশগুলি ডিলিট করেছেন তা খতিয়ে দেখতে চায় ইডি। মুম্বই পুলিশ এখনও সুশান্তের ফোন ইডির হাতে তুলে দেয়নি।

Continues below advertisement
মুম্বই:  সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুরহস্য তদন্তে  ইডির জিজ্ঞাসাবাদ চলছে। সুশান্তের ব্যক্তিগত কর্মচারীদের ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, সুশান্তের ফোন পরীক্ষা করে দেখতে চায় ইডি। সুশান্তের ফোন এখন মুম্বই পুলিশের হেফাজতে। অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তারা সুশান্তের সঙ্গে নিজেদের চ্যাটের কোন কোন অংশগুলি ডিলিট করেছেন তা খতিয়ে দেখতে চায় ইডি। মুম্বই পুলিশ এখনও সুশান্তের ফোন ইডির হাতে তুলে দেয়নি। এর আগে ইডি সূত্রে জানা যায়, সুশান্তের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু অংশ মুছে ফেলেন রিয়া। তাছাড়া এই তদন্তে আরও যাদের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে সুশান্তের হোয়াটসঅ্যাপ কথোপকথন পরীক্ষা করে দেখা হবে। এছাড়াও সুশান্ত সিংহ রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নতুন তথ্য সামনে এসেছে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ তুলে নেওয়া হয়েছিল এটিএমের মাধ্যমে। ২৪ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা তোলা হয়েছিল। পরেরদিন সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখানো হয় ৫ লক্ষ টাকা তোলা হয়েছে। এই অর্থ সুশান্ত নিজেই তুলেছেন বলে উল্লেখ ছিল এবং সেখানে সেল্ফ কথাটি লেখা ছিল। কিন্তু তদন্তে জানা যায় সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এই টাকা নেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন। ইডির তরফে করা এফআইআর-এও স্যামুয়েল মিরান্ডার নাম রয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola