মুম্বই: এআইইইই তে সর্বভারতীয় স্তরে সপ্তম। প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজের উজ্জ্বল ছাত্র। তারপর সবকিছু ছেড়েছুড়ে দিয়ে রুপোলি জগতে পা জমানোর চেষ্টা। এরপর জনপ্রিয় টিভি সিরিয়ালে সুযোগ পেয়ে যাওয়া। 'পবিত্র রিস্তা'তে অঙ্কিতে লোখন্ডের সঙ্গে সোনার জুটি। সেখান থেকে বলিউডে সুযোগ। সুশান্তের ৩৪ বছরের জীবন পরতে পরতে রোমাঞ্চে ভরা। সেই খাতাই যদি খোলে পর্দায়!
সুশান্তের মৃত্যুর শোকের আবহেই তাঁর বায়োপিক নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। পরিচালক নিখিল আনন্দের পরিচালনায় ২০২২ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। ছবি তৈরি হবে হিন্দি, তামিল, তেলুগু।
পরিচালকের কথায়, " সুশান্ত আজ আমাদের মধ্যে নেই। প্রতিটি সাধারণ মানুষের কাছে তিনি ইন্সপিরেশন। শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও উনি মহান। আমার এই ছবি সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ্য।'
মাস দুয়েকের মধ্যেই ছবি তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নিখিল। করোনার প্রকোপ কমলেই কাজে গতি আসবে। এর মধ্যেই ভাবা হচ্ছে ছবির গল্প, স্ক্রিপ্ট ও কাস্ট নিয়ে। কে অভিনয় করবেন সুশান্তের ভূমিকায়? তা অবশ্য স্থির হয়নি।
শোকের আবহ কাটলে অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলবেন পরিচালক। ভাল গবেষণার উপরই নির্ভর করছে ছবির ভাল হওয়া, না-হওয়া। মত পরিচালকের।