মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিয়ে চলছিল নানাবিধ জল্পনা। প্রয়াত অভিনেতার ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেল মুম্বই পুলিশ। রিপোর্টে স্পষ্ট করেই বলা হয়েছে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার জন্যই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল সুশান্তের।


তদন্তকারীরা জানিয়েছেন, সুশান্তের ভিসেরা পরীক্ষার রিপোর্ট হাতে আসার অপেক্ষা করছেন তাঁরা। এর আগে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তিনজন চিকিৎসক স্বাক্ষর করেছিলেন। চূড়ান্ত রিপোর্টে পাঁচজন চিকিৎসক স্বাক্ষর করেছেন। রিপোর্টে বলা হয়েছে, সুশান্তের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর নখ পরিষ্কার ছিল। রিপোর্ট অনুযায়ী, এটি স্পষ্ট আত্মহত্যার ঘটনা। অন্য কোনও কারণ নেই মৃত্যুর।

সুশান্তের মৃত্যু-রহস্যের কিনারা করতে মুম্বই পুলিশ ২৩ জনের বয়ান রেকর্ড করেছে। মৃত অভিনেতার বাবা, তিন বোন, বন্ধু, রাঁধুনি, ম্যানেজার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট-সহ ২৩ জনের বয়ান রেকর্ড করে পুলিশ। এই তালিকায় রয়েছেন সুশান্তের বন্ধু এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীও। একই সঙ্গে পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আবাসনের সিসিটিভি ঠিকঠাকই কাজ করছিল। পাশের ঘরেই সুশান্তের একটি কুকুর ছিল। সে জীবিতই রয়েছে।