শ্বেতার ট্যুইট, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বহুবার লগইনের চেষ্টা হয়েছিল। সেজন্য সেগুলি ডিঅ্যাক্টিভেট করতে হয়েছিল।
শ্বেতা লগ ইন করার পর ট্যুইটার ও ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে অনুরাগীদের মেসেজ আসতে থাকে।
আজই থেকে চারমাস আগে সুশান্তকে গত ১৪ জুন মু্ম্বইয়ে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
সুশান্তর মৃত্যুর পর শ্বেতা ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর এসএসআর’ অভিযান শুরু করেছিলেন। এদিন আচমকা তাঁর দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ হয়ে গিয়েছিল। জানা যাচ্ছিল না যে, শ্বেতা তাঁর দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেই ডিঅ্যাক্টিভেট করেছেন কিনা। কারণ, সোশ্যাল মিডিয়া ছাড়ার কোনও ঘোষণাই তিনি করেননি। আচমকাই তাঁর প্রোফাইল উধাও হয়ে যায়। শেষপর্যন্ত সংশয়ের অবসান ঘটল।
এর আগে শ্বেতার অ্যাকাউন্ট বন্ধ দেখে সুশান্তর অনুরাগীদের মধ্যে সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। তাঁর ট্যুইটারে এর স্ক্রিনশট শেয়ার করেন।
সুশান্তর মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ সংক্রান্ত বিতর্ক ঘিরে আলোচনা জোরদার হয়।
সুশান্তর পরিবারের পক্ষ থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
প্রথমে সুশান্তর মৃত্যুর ঘটনার তদন্ত চালাচ্ছিল মুম্বই পুলিশ। পরে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরো-ও তদন্ত চালাচ্ছে।