মুম্বই:  চার বছর প্রেমের পর ফের ভাঙল প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সম্পর্ক। রেস্তোরাঁর মালিক ছিলেন ঋত্বিক ভাসিন। চার বছর চুটিয়ে প্রেমের পর, তাঁরা দুজনেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, খবর সূত্রের।

একটি ইংরেজি দৈনিকে একসময় দাবি করা হয়েছিল, আগামী দুবছরের মধ্যে বিয়ে করবেন সুস্মিতা। এমনকি তাঁরা দুজন একসঙ্গে একটি বাড়ি কেনারও পরিকল্পনা করছেন। তারপরই জানা যায়, এই জুটিকে দীর্ঘ ছ মাস একসঙ্গে দেখাও যায়নি। এরপরই সুস্মিতার এক বান্ধবী জানান, তাঁদের দুজনের এখন যোগাযোগ থাকলেও, ফের সম্পর্কে ফিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

তবে নিজের জীবনে নিজের মতো করে খুশি রয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স। দুটি কন্যাও দত্তক নিয়েছেন তিনি। এর আগেও সুস্মিতার একাধিক সম্পর্ক ভেঙেছে, এই নিয়ে ফের আরও একটি সম্পর্ক ভাঙল।