মুম্বই: ২১ মে। এই দিনটি বলিউড অভিনেত্রী (Bollywood Actress) সুস্মিতা সেনের (Sushmita Sen) জীবনে বিশেষ অবদান রাখে। আজ থেকে ঠিক ২৮ বছর আগে, এই দিনেই তাঁর মাথায় উঠেছিল সেরার শিরোপা। সারা বিশ্ব তাঁকে চিনেছিল 'মিস ইউনিভার্স' (Miss Universe) হিসেবে।
নস্ট্যালজিক সুস্মিতা সেন
এই বিশেষ দিনটিকে স্মরণ করে পোস্ট করেন সুস্মিতা। শনিবার নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বেশ নস্ট্যালজিক শোনালো অভিনেত্রীকে।
একটি বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'সৌন্দর্য্য একটা অনুভূতি। ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স খেতাব জেতার ২৮ বছর পূর্ণের শুভেচ্ছা। সময় যেন উড়ে চলে। কিন্তু সৌন্দর্য্য থেকে যায়!'
১৯৯৪ সালে প্রথম কেউ ভারত থেকে 'মিস ইউনিভার্স'-এর মুকুট পরেন মাথায়, আর সেই প্রথম জন হলেন সুস্মিতা সেন। এদিন পোস্টের সঙ্গে লাল রঙের পোশাকে একটি ছবি শেয়ার করেন তিনি।
এদিন ইনস্টাগ্রামে একাধিক অনুরাগী শুভেচ্ছা জানান তাঁকে। সেগুলোও রিশেয়ার করেন অভিনেত্রী।
বিউটি ক্যুইন থেকে অভিনয়ের পথ বেছে নেন সুস্মিতা। এই বঙ্গ কন্যা ২৮ বছর আগে 'মিস ইউনিভার্স'-এর মঞ্চে ৭৭টি দেশের সুন্দরীদের পিছনে ফেলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই খেতাব জেতেন। ওই একই বছরে অর্থাৎ ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চনের মাথায় ওঠে 'মিস ওয়ার্ল্ড'-এর মুকুট।
আরও পড়ুন: Laal Singh Chaddha: IPL ফাইনালে 'লাল সিং চাড্ডা'র ট্রেলার মুক্তি, খবর সূত্রের