নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আর্য-র ট্রেলার সদ্যই মুক্তি পেয়েছে। এই ট্রেলার দর্শকদের বেশ ভালো লেগেছে। এই সিরিজ আগামী ১৯ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে। আপাতত সিরিজের মুক্তি নিয়ে অনুরাগীদের সাগ্রহে অপেক্ষা করছেন। এরইমধ্যে বয়ফ্রেন্ড রোহমান শলকে নিয়ে একটা বড়সড় কথা জানিয়েছেন। এক অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাত্কারে সুস্মিতা জানিয়েছেন, রোহমান তাঁর কাছে নিজের বয়স লুকিয়েছিলেন।
উল্লেখ্য, সুস্মিতা ও তাঁর বয়ফ্রেন্ড রোহমানের বয়সের ব্যবধান ১৫ বছর। সুস্মিতার ৪৪ আর রোহমানের বয়স ২৯।
সুস্মিতা বলেছেন, কোনও একটা কারণে বয়স লুকিয়েছিলেন রোহমান। অভিনেত্রী জানিয়েছেন, তিনি রোহমানকে তাঁর বয়স কত, তা জানতে চাইতেন। কিন্তু অনুমান করে নেওয়ার কথা বলে সবসময়ই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতেন রোহমান।
সুস্মিতা বলেছেন, যখন রোহমানের বয়স জানতে পারতেন, তখন তিনি বুঝতে পারলেন যে, বয়স নিয়ে জানাতে রোহমানের এত সঙ্কোচ ছিল কেন। সুস্মিতা বলেছেন, আসলে তাঁদের মধ্যে সম্পর্ক ভাগ্যের লিখন।
সুস্মিতা জানিয়েছেন, ইনস্টাগ্রামের মাধ্যমে রোহমানের সঙ্গে তাঁর প্রথম আলাপ। উল্লেখ্য, সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় রোহমানের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন। দুজনের জুটিকে অনুরাগীরা দারুণ পছন্দ করেন। তাঁদের মধ্যে গত দেড় বছর ধরে সম্পর্ক রয়েছে।
বয়স লুকিয়েছিলেন বয়ফ্রেন্ড, জানালেন সুস্মিতা সেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2020 09:00 PM (IST)
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আর্য-র ট্রেলার সদ্যই মুক্তি পেয়েছে। এই ট্রেলার দর্শকদের বেশ ভালো লেগেছে। এই সিরিজ আগামী ১৯ জুন ডিজনি হটস্টারে মুক্তি পাবে। আপাতত সিরিজের মুক্তি নিয়ে অনুরাগীদের সাগ্রহে অপেক্ষা করছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -