মুম্বই: ব্যক্তিগত সম্পর্কে যে ফাটল ধরেছে, তা টের পাওয়া যাচ্ছিল গত বছরের মাঝামাঝি সময় থেকেই। সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না। সম্পর্ক ভাঙনের গুঞ্জন রটার পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে রোহমান শলের (Rohman Shawl) সঙ্গে ব্রেক আপের কথা জানান সুস্মিতা সেন (Sushmita Sen)। তারপর থেকেই বিচ্ছেদের কারণ হিসেবে নানা কিছু উঠে আসলেও সুস্মিতা সেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি যখন কোনও সম্পর্কে থাকেন, সেখানে ১০০ শতাংশ থাকেন। আর সম্পর্ক শেষ হওয়ার সময়ও ১০০ শতাংশ শেষ হওয়া দরকার। কারণ, প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। তাই প্রত্যেকেই যাতে স্বাধীনভাবে নিজের মতো করে জীবন বাঁচতে পারে, সেজন্য সম্পর্ক ছেদের কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার। প্রসঙ্গত, সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি রোহমান শলকে। অবশেষে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে তিনি মুখ খুললেন।


কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রোহমান শল। কোভিড থেকে সেরা ওঠার পর জীবন থেকে কী শিক্ষা নিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনের প্রাক্তন রোহমান শল বলেন, 'খুব বড় শিক্ষা হল। কত বড় সমস্যা সেটা বড় বিষয় নয়। যদি কারও ক্ষমতা থাকে, তাহলে সে যেকোনও সমস্যার মুখোমুখি হতে পারে। এটা দুঃখজনক। এটা কষ্টদায়ক। আর এটা রয়েছে।'


আরও পড়ুন - Katrina Kaif Update: ভিকির সঙ্গে ইন্দোরে কী করছেন ক্যাটরিনা?


রোহমান আরও বলেন, 'আমি নিজেকে কখনও মিথ্যে বলি না। আমাদের যেটা দরকার সেটাই আমরা চাই। অনেক সময় কঠিন পরিস্থিতিতে একটা জাদু কি ঝাপ্পিও অনেক কাজে দেয়।' এরইমাঝে নিজের পরবর্তী প্রোজেক্টের কথারও আভাস দিলেন রোহমান। বলেন, 'কোভিডে আক্রান্ত হওয়ার আগে কিছুটা কাজ শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নতুন শুরুর ঘোষণা খুব শীঘ্রই করব।'


প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোহমান শলের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। বন্ধুই আছি। সম্পর্ক অনেকদি আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসা থেকে গিয়েছে।'