সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ফটোগুলি। লিখেছেন, শাহরুখ তাঁকে দেখে তাঁর ব্যাগ তুলে নেন নিজের হাতে।
ফারাহ খানের সুপারহিট ছবি ‘ম্যায় হুঁ না’-তে এসআরকে-র বিপরীতে কাজ করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শেষ তাঁদের একসঙ্গে দেখা যায় মুদাসসর নদরের ‘দুলহা মিল গ্যয়া’ ছবিতে। ছবিটিতে শাহরুখের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল।
আরও পড়ুন সুস্মিতা সেনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিক্রম ভট্টের