কলকাতা: পেয়ারা খেতে খেতে নাচতে নাচতে ঘরে ঢুকছেন, তারপর ব্যাগটা নিয়ে ঠিক ওইরকম নাচতে নাচতেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। রিহার্সাল আর শট মিলিয়ে এই দৃশ্যটা প্রায় ৭-৮ বার করতে হল তাঁকে। তার ফাঁকে 'কখন শেষ?' প্রশ্নের উত্তরে একগাল হেসে বললেন, 'সেই রাত...রোজ সকাল থেকে চলছে।' দুটো শটের মাঝখানে একটু বিরতি, সেই ফাঁকে এবিপি লাইভকে 'পাকা দেখা' (Paka Dakha)-র গল্প শোনালেন ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। 


পর্দায় সুস্মিতার চরিত্র তিয়াশা কর্পোরেট অফিসে চাকরি করে। তাঁর জীবনে সময়ানুবর্তিতা শব্দটাই নেই। সুস্মিতা বলছেন, 'তিয়াশা একেবারে আমাদের মত আধুনিক একটা মেয়ে। সে নিজের শর্তে জীবনটা বাঁচতে চায়। তবে আমার চরিত্রটা ভীষণ মিষ্টি। ব্যক্তিগত জীবনে সুস্মিতার সঙ্গে তিয়াশার মানসিকতার একটু মিল রয়েছে।' সুস্মিতার কেরিয়ার শুরু হয়েছে করোনা পরিস্থিতির মধ্যেই। 'প্রেম-টেম' দিয়ে শুরু, তারপর একের পর এক বড়পর্দায় কাজ। সুস্মিতা বলছেন, 'আমার জন্য ২০২১ বছরটা খুব ভালো। ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার, এটাই প্যাশান। এখন বাস্তবে যখন পর পর শ্যুটিং করছি, অফার আসছে, এত বড় অভিন্তা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে।'


প্রথম দেখাতেই প্রেম, সম্মতির আশায় প্রেমিকার মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন সোহম


টলিউডে আস্তে আস্তে নিজের মাটি শক্ত করছেন সুস্মিতা। মফঃস্বলের মেয়ের এই সাফল্যের চাবিকাঠি কী? সুস্মিতা বলছেন, 'টলিউডে কাজ পেতে গেলে কয়েকটা জিনিস খুব জরুরি। প্যাশান, প্রতিভা আর কঠিন পরিশ্রম আর ধৈর্য্য। সবকিছু এখনই চাই বলে ধৈর্য্য হারালে হবে না। তুমি যে কাজের জন্য উপযুক্ত, সেটা তোমার কাছে আসবেই।'


'পাকা দেখা' একটা বিয়ের গল্প। সুস্মিতার বিয়ে নিয়ে স্বপ্ন রয়েছে? প্রশ্ন শুনেই হেসে ফেললেন অভিনেত্রী। তারপর বললেন, 'আমি আপাতত নিজের কেরিয়ারের কথা ভাবতে চাই। আকাঙ্খিত জায়গায় পৌঁছে তারপর বিয়ের কথা ভাবব। বিয়েটা আমার জীবনের লক্ষ্য নয়। সবাই বিয়ে করে, সে পরে করব।' বিয়েতে বিশ্বাস নাকি প্রেম? আরেকপ্রস্থ হেসে সুস্মিতা বললেন, 'প্রেম.. প্রেম.. প্রেম..'