২০১৪-তে তাঁদের বিচ্ছেদ হওয়ার পর এতদিন নীরব ছিলেন সুজান। তবে আজ তিনি হৃত্বিকের সমর্থনে ট্যুইটারে বলেছেন, অনলাইনে কঙ্গনার সঙ্গে তাঁর ‘কাইট’ ছবির সহ-অভিনেতা হৃত্বিকের আলিঙ্গনাবদ্ধ যে ছবি দেখা যাচ্ছে সেটি আসল নয়। ফটোশপে বদল করা ছবি এবং অসত্য ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিতর্কে তিনি হৃত্বিকের পাশে আছেন।