কলকাতা: বাংলা নতুন বছরে একগুচ্ছ নতুন ছবি আর ওয়েব সিরিজের ঘোষণা করল হইচই। 'নতুন গল্প হয়ে যাক' এই ট্যাগলাইনেই একগুচ্ছ নতুন ছবির ঘোষণা করল এই প্রযোজনা সংস্থা। আটটি নতুন ওয়েবসিরিজের কথা জানিয়েছে হইচই। এক ঝলকে দেখে নেওয়া যাক ছবিগুলি কী কী? 


ফেলুদার গোয়েন্দাগিরি


সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় হইচই-তে আসছে ফেলুদার গোয়েন্দাগিরি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে (Tota Roychowdhury)। 


শ্রীকান্ত


ইতিমধ্যেই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে শ্রীকান্ত (Srikanto)। সুরে সুরে বাঁধা এই সিরিজের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসেরই আধুনিকীকরণ করেছে এই ছবি। শ্রীকান্তের চরিত্রে রয়েছেন ঋষভ বসু (Rishav Basu)। তাঁর বিপরীতে রাজলক্ষ্মীর চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে (Sohini Sarkar)।


আরও পড়ুন: Soham Chakraborty Exclusive: 'আমার নামে গসিপ, নেতিবাচক প্রচার নেই বলে কখনও কোনও সমস্যা হয়নি'


সম্পূর্ণা


সোহিনী সরকার (Sohini Sarkar) আর রাজনন্দিনী পাল (Rajnondini) অভিনীত এই সিরিজ মুক্তি পাবে হইচই-তে। বৈবাহিক ধর্ষণ ও যৌন হেনস্থাকে কেন্দ্র করে আবর্তিত হবে এই নারীকেন্দ্রিক সিরিজের গল্প।


মন্টু পাইলট ২


দেবালয় ভট্টাচার্য্যের পরিচালনায় জনপ্রিয় ওয়েবসিরিজ মন্টু পাইলটের দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছেন সৌরভ দাস। তবে এই সিরিজে তাঁর সঙ্গী হচ্ছেন মিথিলা। 


মহাভারত মাডার্স


কী হল যদি একবিংশ শতকে জন্মাতেন দুর্যোধন? এমনই এক প্রেক্ষাপটে তৈরি মহাভারত মাডার্স। প্রিয়ঙ্কা সরকার, শ্বাশত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কৌশিক সেন, ঋষভ বসু অভিনীত এই সিরিজ মুক্তি পাবে চলতি বছরেই। 


দৌড়


মোশারফ করিম অভিনীত এই সিরিজটি বাংলাদেশে তৈরি। একটি গাড়িকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। 


কাইসের


এই সিরিজেও অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা। ভিডিও গেমসের আসক্তি ও অন্যান্য ঘটনার ঘনঘটা নিতে তৈরি হয়েছে কাইসের।


রিফিউজি


বাংলাদেশের একটি বিহারি ক্যাম্পের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেই ছবির সঙ্গে জড়িয়ে যায় একজন ড্রাগ ডিলারের গল্প।