মুম্বই: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন, খুন হননি, এইমস-এর এহেন রিপোর্টের পরিপ্রেক্ষিতে কঙ্গনা রানাউতকে কটাক্ষ স্বরা ভাস্করের। তিনি উল্লেখ করেন, কেউ কেউ তো বড় মুখে বলেছিলেন, সুশান্ত মৃত্যু মামলায় তাঁদের দাবি ভুল প্রমাণিত হলে সরকারি খেতাব ফিরিয়ে দেবেন! কঙ্গনাই বলেছিলেন, সুশান্ত আত্মহত্যা করেননি, মুভি মাফিয়াদের হাতে খুন হয়েছেন! একটি টিভি চ্যানেলকে সাক্ষাত্কারে কঙ্গনা বলেছিলেন, ওরা (মুম্বই পুলিশ) আমায় ডেকেছিল, আমিও ওদের বলেছিলাম, মানালিতে আছি, আমার বক্তব্য নিতে কাউকে পাঠাতে পারেন। কিন্তু তারপর কিছু শুনিনি। আমিপ বলছি, যদি এমন কিছু বলে থাকি, যার প্রমাণ দিতে পারব না, যার পক্ষে সাক্ষ্য দিতে পারব না, যা জনসমক্ষে নেই, তাহলে পদ্মশ্রী খেতাব ফেরাব। আমি সেই লোক নই যে এমন সব কথাবার্তা বলে যাবে। যা কিছু বলেছি, তা সবার সামনেই রয়েছে।
এবার কঙ্গনার বক্তব্যের প্রেক্ষিতে স্বরা ট্যুইট করেন, শুনুন, সিবিআই, এইমস-উভয়েই সিদ্ধান্তে এসেছে যে, সুশান্ত সিংহ রাজপুতের মর্মান্তিক মৃত্যু ঘটেছে আত্মহত্যায়। এবার কিছু লোকজন তাঁদের সরকারি পুরস্কার ফেরাবেন না!
প্রসঙ্গত, এইমস-এর মেডিকেল বোর্ড সুশান্তের মৃত্য়ু মামলায় সরাসরি সিবিআইকে রিপোর্ট পাঠিয়েছে। তারা নিশ্চিত করেছে, সুশান্ত আত্মহত্যাই করেছেন। এইমস-এর ফরেনসিক প্রধান ডঃসুধীর গুপ্তা বলেন, আমরা উপসংহারে এসেছি যে, এটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যায় মৃত্যুর ঘটনা। কিন্তু সুশান্তের পরিবার ও তাঁদের আইনজীবী বিকাশ সিংহ এইমসের ফরেনসিক রিপোর্টের সঙ্গে সহমত না হয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠিয়ে সংশয় প্রকাশ করে দাবি করেন, বিষয়টি আরেকটি ফরেনসিক দলের কাছে রেফার করা হোক।