'ভীরে ডি ওয়েডিং' সিনেমায় স্বরা ভাস্করের হস্তমৈথুনের দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। এই দৃশ্য নিয়ে স্বরাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার ওই দৃশ্য নিয়ে তাঁর মা ইরা ভাস্করের প্রতিক্রিয়া সামনে এসেছে। মেয়ে স্বরার জন্য যে তিনি গর্বিত তা সাফ জানিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সিনেমা স্টাডিজের অধ্যাপিকা ইরা। তবে বিশেষ ওই দৃশ্য নিয়ে নয়, সার্বিকভাবে ভারতীয় সিনেমায় যৌনতা নিয়ে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ভারতীয় সিনেমায় সেক্সুয়ালিটি বিষয়বস্তু নয়।
টিসচ স্কুল অফ আর্ট থেকে পিএইডি সিনেমা সংক্রান্ত ইতিহাসবিদ ইরা বলেছেন, ভারতীয় সিনেমার ইতিহাস দেখলে বোঝা যাবে যে, তা কিছুটা আলাদা। যদিও গত কয়েক বছরে এক্ষেত্রে অনেকটাই বদল সামনে এসেছে। সিনেমায় যৌনতা ও উত্তেজক বিষয়বস্তু নিয়ে ধ্যানধারনা বদলেছে। কিন্তু এর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মিশ্র।
ইরা বলেছেন, এর আগে মহিলাদের আশাআকাঙ্খা তুলে ধরার জন্য সিনেমায় গানের সাহায্য নেওয়া হত। এরমধ্যে অনেক কিছুই থাকত, যেগুলি সাধারণত ক্যামেরায় দেখানো সম্ভব ছিল না।

[embed]https://www.instagram.com/p/Bjb8gKRFJMF/?utm_source=ig_embed[/embed]
এ প্রসঙ্গে তিনি পুরানো দিনের 'মুঘল-ই-আজম' সিনেমার উল্লেখ করেছেন। ইরা বলেছেন, ওই সিনেমায় দিলীপ কুমার ও মধুবালার মধ্যে রোমান্স দেখানো হয়েছে। এ ব্যাপারে ইরা পরিচালক মহেশ ভট্টর একটি মন্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছেন। মহেশ ভট্ট মনে করেন যে, এই সিনেমায় দিলীপ কুমার ও মধুবালাকে নিয়ে দৃশ্য সবচেয়ে এরোটিক। এই সিনেমায় 'জোগন বন চলি' গানে দিলীপ কুমার ও মধুবালার মধ্যে কিছু ক্লোজআপ দৃশ্যের কথাই এখানে উল্লেখ করা হয়েছে।
স্বরার মা ইরা বলেছেন, ভীরে দ্য ওয়েডিং সিনেমা সোজাসুজি রোমান্স দেখানো হয়নি। আজকাল মহিলাদের নিয়ে হিন্দি সিনেমায় বেশ কিছু বদল এসেছে। এ প্রসঙ্গে তিনি লিপস্টিক আন্ডার মাই বুর্কা-র কথাও উল্লেখ করেছেন।