মুম্বই:পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে শিরোনামে অভিনেতা সোনু সুদ। সোনু বলেছেন, যতক্ষণ না পর্যন্ত সমস্ত পরিযায়ী শ্রমিক বাড়ি পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ তাঁর শান্তি নেই। পরিযায়ী শ্রমিকদের জন্য একটি টোল ফ্রি নম্বরও শেয়ার করেছেন সোনু। সেই নম্বরে প্রচুর ফোন আসছে।




তবে শুধু সোনু নন, পরিযায়ীদের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। স্বরা বলেছেন, দেশে যখন এমন পরিস্থিতি তখন ঘরে বসে আরাম করতে তাঁর 'লজ্জাবোধ' হয়। তাই তিনিও এগিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকদের সাহায্যে। তিনি বলেন, এই মানসিক পীড়াই তাঁকে বাড়ি থেকে টেনে বার করেছে।
গত সপ্তাহে মুম্বই থেকে দিল্লি ফিরেছেন স্বরা। তিনি কয়েকজনের সাহায্য নিয়ে রাজধানীতে আটকে পড়া শ্রমিকদের তথ্য সংগ্রহ করে তা সরকারের কাছে পোঁছে দিচ্ছেন ও তাঁদের টিকিট পাওয়ার ব্যবস্থা করছেন। 'এই ধরনের পরিস্থিতি আমাদের লজ্জা', এক সাক্ষাৎকারে জানিয়েছেন স্বরা।
ইতিমধ্যেই ৪৪জন শ্রমিককে নিজের ফার্মে আশ্রয় দিয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ। পরে তিনি নিজে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। কাজ এখনও শেষ হয়নি, জানিয়েছেন তিনি। শুধু বাড়ি ফেরানোর ব্যবস্থা করেই ক্ষান্ত হননি অভিনেতা, নিজে গিয়ে তাঁদের অভিবাদন জানিয়ে এসেছেন। সকলকে মাস্ক ব্যবহার করার সমালোচনা করেন। বলেন,'অল দ্য বেস্ট, ফিরে আসবেন কিন্তু'।



এভাবেই কখনও অর্থ সাহায্য দিয়ে, কখনও আবার উদ্যোগ নিয়ে বাড়ি পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বলিউড।