হায়দরাবাদ: হায়দরাবাদে সব দোকানপাট খুলতে সম্মতি দিল রাজ্য সরকার তবে শপিং মল খোলা যাবে না। আজ চতুর্থ পর্যায়ের লকডাউন চলাকালীনই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
তেলঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অফিস জানিয়েছে, আজ থেকে হায়দরাবাদে সব দোকানপাট খোলা থাকবে। যেহেতু এতদিন দোকানগুলি ঘুরিয়ে ফিরিয়ে খোলা হচ্ছিল, তাই ওই সব দোকানে ভিড় বাড়ছিল। তাই সব দোকানই খোলা থাকবে, ব্যতিক্রম শপিং মলগুলি। সব ক্রেতা ও দোকান মালিকদের করোনা গাইডলাইন কঠোরভাবে মানতে বলা হয়েছে।
২০১৪-র ২ জুন অন্ধ্র প্রদেশ ভেঙে তেলঙ্গানা তৈরি হয়। নয়া রাজ্য গঠন দিবসের উৎসবও করোনার জেরে ছোটভাবে করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, শুধু শহিদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে ও জাতীয় পতাকা উত্তোলিত হবে। এছাড়া কোনও সভা বা অন্য অনুষ্ঠান করা যাবে না।
এড়াতে চায় ভিড়ভাট্টা, হায়দরাবাদে মল খোলায় রাজি নয় তেলঙ্গানা সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2020 01:31 PM (IST)
২০১৪-র ২ জুন অন্ধ্র প্রদেশ ভেঙে তেলঙ্গানা তৈরি হয়। নয়া রাজ্য গঠন দিবসের উৎসবও করোনার জেরে ছোটভাবে করতে বলা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -