কলকাতা: সাদা কালো হরফে লেখা কয়েকটা শব্দ, দুটো লাইন। কিন্তু তার অর্থ যেন কত গভীর। সোশ্যাল মিডিয়ায় যেন কথা বলে উঠল স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট। 


সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই কথা। তবে খানিক মজার ঢঙে পোস্ট করেছিলেন। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেননি অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে স্বস্তিকা একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, 'শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।' প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।


আরও পড়ুন: টলোমলো পায়ে ফুটবলে শট, ইউভানের কাণ্ড ফ্রেমবন্দি করলেন রাজ


আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নেন স্বস্তিকা। সেখানে লেখা, 'এটা কী খুব কষ্ট দেয়? একটা সুখী, খুব কথা বলা হাসিখুশি মানুষ যখন একটা নিরস, অনুভূতিহীন মানুষে পরিণত হয় যার আর কিছুতেই কিছু যায় আসে না।' ক্যাপশানে স্বস্তিকা লেখেন, 'সত্যিই কী এটা আঘাত করে?' কোনও বিশেষ ঘটনা বা ব্যক্তিকে উদ্দেশ্য করেই এই লেখা কী না তা অবস্থ উল্লেখ করেননি স্বস্তিকা। তবে নায়িকার পোস্টে গভীর বার্তা স্পষ্ট।



বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা। সমুদ্রের তীরে পাশাপাশি হাত ধরে হেঁটে যাচ্ছেন বাবা-মেয়ে। লালপাড় সাদা শাড়িতে মেয়ের মুখে উপচে পড়ছে হাসি। মেরুন পাঞ্জাবিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বাবা। তার মুখেও হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বাবা সন্তু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'শুভ জন্মদিন বাবা'


স্বস্তিকার পোস্ট করা এই ছবিটি একটি গানের শ্যুটিংয়ের। 'আমার মুক্তি আলোয় আলোয়' গানে মেয়ে - বাবার যুগলবন্দি দেখা গিয়েছিল এই গানে। সেই গানেরই একটি দৃশ্য পোস্ট করে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে। বাবার কথা বার বার ঘুরে ফিরে আসে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায়।