কলকাতা: করোনা আক্রান্ত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিলেন অভিনেত্রী। তবে খানিক মজার ঢঙে পোস্ট করলেন। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেননি অভিনেত্রী।


এদিন নিজের ইনস্টাগ্রামে স্বস্তিকা একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, 'শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।' প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।


 






'যমের অরুচি' নন তিনি, অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছেন। তবে মেয়ে অন্বেষা কেমন আছে সে কথা উল্লেখ করেননি। তাঁর পোস্টে দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন। 


আরও পড়ুন: Sudipa Corona Positive: 'কবে তোকে কোলে নেব..' আদিদেবের ছবি শেয়ার করে মনখারাপের পোস্ট সুদীপার


প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave) আক্রান্ত হয়েছেন একাধিক টলি তারকা (Tollywood Celebrities)। তবে সেরেও উঠেছেন তাঁরা। সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ নাম রয়েছে সেই তালিকায়।