Swet Kali: পুরনো বাড়ির দেওয়াল ভেঙে 'শ্বেত কালী' পাবেন সৌরভ, সমদর্শী, সাহেবরা!

পুরনো রাজবাড়ি ভেঙে হোটেল খুলতে চান সৌরভ চক্রবর্তী! আর সেই কাজ করতে গিয়েই সেই রাজবাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে এল এক সাদা কালী মূর্তি! তারপর?

Continues below advertisement

কলকাতা: পুরনো রাজবাড়ি ভেঙে হোটেল খুলতে চান সৌরভ চক্রবর্তী! আর সেই কাজ করতে গিয়েই সেই রাজবাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে এল এক সাদা কালী মূর্তি! তারপর? সেই কালী মূর্তির অভিশাপে কী হবে গোটা পরিবারের? এমনই এক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে পরিচালক সানি ঘোষ রায়ের নতুন ওয়েব সিরিজ। 

Continues below advertisement

জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেত কালী'-তে অভিনয় করছেন সৌরভ। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে। কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। 

কেবল সৌরভ নয়, সানির ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিউডের এই প্রজন্মের এক ঝাঁক তারকা। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। তবে কেবল এখনকার তারকারা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরের মত অভিনেতাদেরও।

রক্ত পরীক্ষার ফল ইতিবাচক, সঙ্কটজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়

'ভূতের ভবিষ্যত' ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সমদর্শী। তারপর দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু ফের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু কাজ সেরে ফেলেছেন। অন্যদিকে এই ছবিতে রয়েছেন ঈন্দ্রিলা সেনও। আপাতত টলিউডের ব্যস্ত নায়িকা তিনিও। সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন তিনি। একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে। এছাড়াও ছবিতে রয়েছেন দেবলীনা কুমার ও সাহেব ভট্টাচার্য। তারা প্রত্যেকেই এই প্রজন্মের।

অন্যদিকে, শ্যুটিং, পরিচালনা সব পেরিয়েও ইদানিং লেখার জন্য সময় বের করে ফেলছেন সৌরভ, অভিনেতা বলছেন, 'একবার বাবার জন্মদিনে মনে হল, তাঁর উদ্দেশে কিছু লিখি। ছোটবেলার অনেক ঘটনাই তো ভুলে যাই। যেটুকু মনে আছে লিখে রাখা ভালো। সেই শুরু। আস্তে আস্তে লেখার অভ্য়াসটা ফিরিয়ে আনলাম। তারপর নিজের লেখাগুলোই ছোট ছোট ভিডিও করে ফেসবুকে দিতে শুরু করালম। অবাক হয়ে দেখলাম প্রচুর মানুষ দেখছেন। শুধু তাই নয়, কমেন্টে অনেকে লিখছেনও ছন্দ মিলিয়ে। এই আদানপ্রদানটা বেশ লাগল। ছন্দহীন জীবনে যদি এমন করে একটু ছন্দ খুঁজে পাওয়া যায় ক্ষতি কী? অনেকে লেখেন, আমার কবিতার জন্য অপেক্ষা করেন। খুব উৎসাহিত করে এগুলো। মনে হয় এটাই খুব বড় পাওনা।'

Continues below advertisement
Sponsored Links by Taboola