Rubel Das: পায়ে প্লাস্টার, ব্যাহত শরীরচর্চা! ফিট থাকতে বিছানায় বসেই নতুন 'ডাম্বেল' ব্যবহার রুবেলের!

Sweta Bhattacharya Post: গত সপ্তাহেই খবর মেলে, শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা রুবেল দাস। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

Continues below advertisement

কলকাতা: সম্প্রতি গুরুতর আহত হয়ে বাড়িতে বন্দি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das)। হাঁটাচলা একেবারেই বন্ধ। সেই খবর তাঁর বান্ধবী ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যই (Sweta Bhattacharya) শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার দুই পায়ের অর্ধেক জুড়ে প্লাস্টার। ফলে বাড়িতেই বিশ্রাম। কিন্তু ধারাবাহিক তো বন্ধ করে রাখা সম্ভব নয়, আর নায়ককে ছাড়া ধারাবাহিক বেশিদিন টেনে নিয়ে যাওয়াও সম্ভব নয়। ফলে এখন শ্যুটিংয়ের (shooting) গোটা টিম রুবেলের বাড়িতেই। সেখানেই চলছে শ্যুটিং, আর তারই কিছু ঝলক শেয়ার করলেন শ্বেতা। 

Continues below advertisement

বাড়িতেই শ্যুটিং সারছেন রুবেল, আর ব্যায়াম?

গত সপ্তাহেই খবর মেলে, শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা রুবেল দাস। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন তিনি। বাসের মাথা থেকে লাফ দিতে গিয়ে দুই পায়েরই গোড়ালিতে চোট পেয়েছেন গুরুতর। আপাতত তাঁর দুই পায়েই প্লাস্টার। বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে বেশ কয়েক সপ্তাহ। 

কিন্তু ধারাবাহিক তো থেমে থাকবে না। তাই রুবেলের বাড়িতেই চলছে শ্যুটিং। সেই খবরে অনুরাগীরা বেশ স্বস্তিও পেয়েছিলেন। অভিনেতার বিভিন্ন সময়ের ছবি পোস্ট করে দু-চার কথা লিখছেন তাঁর প্রেমিকা ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কঠিন সময়ে তিনি যে প্রিয় মানুষের হাত শক্ত করে ধরেছেন তা বলাই বাহুল্য। 

তেমনই একটি পোস্ট করেছেন রবিবার রাতে। তবে এটি খানিক মজারও বটে। বাড়িতে বসে শ্যুটিং চলছে ঠিকই, কিন্তু ব্যায়াম? সে তো করার উপায় নেই! অথচ তিনি অভিনেতা, তাঁর শরীর ফিট রাখা তো প্রয়োজন। তাই এক মজার পন্থা বেছে নিয়েছেন রুবেল। এদিন শ্বেতার পোস্ট করা ছবিগুলির প্রথমটিতে দেখা যাচ্ছে এক বাচ্চা ছেলেকে মাথার ওপরে ডাম্বেলের মতো তুলে ধরেছেন অভিনেতা। শ্বেতার পোস্টেই জানা গেল রুবেলের ব্যায়ামের নতুন 'ডাম্বেল' তাঁর নিজেরই ভাগ্নে। মামার শরীরচর্চার উপকরণে নতুন সংযোজন বলা চলে। 

 

এই ছবির সঙ্গে নিজেদের দুটি সেলফিও পোস্ট করেন শ্বেতা। হাসিমুখে বিছানায় বসেই ক্যামেরায় পোজ দিয়েছেন তারকা জুটি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'বাড়ি বসে শ্যুটিং চলছে, ব্যায়াম তো আর বাড়ি বসে হচ্ছে না... কিন্তু একেবারে শরীরচর্চা ছেড়ে দিলেও তো মুশকিল, তাই একটা উপায় বের করা হল, ডাম্বেলের জায়গায় ব্যবহার করা হল ভাগ্নেকে। ব্যাস! শরীরচর্চা শেষ, মনটাও ফুরফুরে।' এই পোস্টের কমেন্টে শ্বেতাকে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। কমেন্ট করে তিনি লেখেন, 'এবং যে সাপোর্ট, মানসিক শান্তি, পজিটিভ ভাইব তোমার সঙ্গে আসে, সেটা যে কোনও শরীরচর্চার থেকে বেশি জাদুর মতো কাজ করে।' উত্তরে অভিনেত্রীর আবদার, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, একসঙ্গে রিলস বানাবো তারপর'!

আরও পড়ুন: SatyaPrem Ki Katha: 'নারীদের নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে', বললেন 'সত্যপ্রেম কি কথা'-র পরিচালক

আপাতত শ্বেতার সঙ্গে রুবেলের অসংখ্য অনুরাগীরও একই প্রার্থনা, খুব দ্রুত যেন রুবেল দাস সুস্থ হয়ে ওঠেন, দ্রুত ফেরেন কাজে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola