কলকাতা: দীর্ঘ প্রেম, আর সেই প্রেম গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। রবিবার রাতে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন নায়িকা। সাদা কাজের পাঞ্জাবিতে নায়ক। চার হাত এক হল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)-এর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাঁদের। সেই প্রেম অবশেষে পরিণতি পেল। কেমন ছিল বিয়ের যাবতীয় আয়োজন?
শ্বেতা রুবেলের বিয়েতে উপস্থিত ছিলেন বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার তারকারা। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা। নন্দিনী ভৌমিকের হাতে বিয়ে হয়েছে শ্বেতা ও রুবেলের। হয়নি কন্যাদান। বিয়ের দিন একেবারেই সাবেকি লাল বেনারসিতে সেজেছিলেন শ্বেতা। সঙ্গে সোনার গয়না। অনেকেই বলছেন, যখন সবাই ঝুঁকছে ভাইরাল সাজের দিকে, তখন শ্বেতার এই সাজ ভীষণ স্নিগ্ধ ছিল। অন্যদিকে, বিয়েবাড়িতে বর আসে একেবারে গানের তালে নাচতে নাচতে। 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানের তালে নাচতে নাচতেই বিয়ে করতে ঢোকেন রুবেল। আর সেই খবর অন্দরমহলে পৌঁছতেই লজ্জায় লাল শ্বেতা।
নিজেও অবশ্য বিয়ের মন্ডপে নাচ করতে করতেই আসেন শ্বেতা। নায়ক নায়িকার যেন আনন্দ আর ধরে না। বৈদিক মতে বিয়ে সারা হয়। শ্বেতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রুবেল। শ্বেতাও রুবেলের কপালে এঁকে দেন সিঁদুরের টিপ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ যেন। সিঁথিতে সিঁদুর দেওয়ার পরে শ্বেতার চোখে জল। নাগেরবাজার এলাকার একটি প্যালেসে বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও কনের বাড়ির লোকের প্রত্যেকেরই ছিল সাবেকি সাজ। খাওয়া দাওয়ারও ছিল এলাহি আয়োজন।
'যমুনা ঢাকি'-র সেটে আলাপ হয় শ্বেতা ও রুবেলর। সেখান থেকেই তাঁদের প্রেম শুরু। ধারাবাহিকে শ্বেতা ও রুবেলের জুটি খুব পছন্দ ছিল সবার। সেই প্রেম গড়ায় বাস্তবেও। পরে ধারাবাহিকে অন্য নায়ক নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও শ্বেতা ও রুবেলের জুটি ছিল বরবারই বেশ জনপ্রিয়। রুবেলের বাড়ির প্রত্যেকেই শ্বেতাকে খুব পছন্দ করেন। অবশেষে প্রেম পরিণতি পেয়েছে বাস্তবে। এবার শুরু তাঁদের নতুন জীবনের।
আরও পড়ুন: Rukmini Maitra: শুনতে হয়েছে, পোস্টারে হিরোর মুখ দাও, ছবির নাম বদলাও.. তবেই ব্যবসা করবে