মুম্বই : টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। মুম্বইয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ভূষণের বিরুদ্ধে মুম্বইয়ের ডিএন নগর থানায় এফআইআর দায়ের হয়েছে। 


গুলশন কুমার-পুত্র ভূষণের বিরুদ্ধে শুধু ধর্ষণই নয়, ওই মহিলার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে। ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তাঁকে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্য়ে তিনবার ধর্ষণ করা হয়েছে। টি-সিরিজের প্রোজেক্টে কাজ দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওই মহিলার।


এর আগেও ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এক মডেল তথা অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। ২০১৮ সালে যখন দেশজুড়ে #MeToo আন্দোলন শুরু হয়, সেই সময় ওই মডেল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ভূষণ কুমার ও সাজিদ খান উভয়েই তাঁকে যৌন নিগ্রহ করেছেন। যদিও পরে নিজের অভিযোগ প্রত্যাহার করে নেন ওই অভিনেত্রী। চলতি বছরেই গোড়ার দিকে গায়ক সোনু নিগম ভূষণ কুমারের সমালোচনা করেন। ভূষণকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই অভিনেত্রীর ভিডিও তিনি রিলিজ করে দেবেন। 


যদিও সোনুর বিরুদ্ধে পাল্টা পোস্ট করেছিলেন টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা। তিনি সরাসরি সোনুর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগের অভিযোগ আনেন। এই প্রসঙ্গে মুখ খোলেন গায়িকা সোনা মহাপাত্রও।


২০১৮ সালে মি টু বিতর্কে অনু মালিকের পক্ষে কথা বলেছিলেন সোনু। এই বিষয়টির নিন্দা করে সোনা বলেছিলেন, একদিকে সোনু ইন্ডাস্ট্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মি টু বিতর্কের সময় সুরকার অনু মালিককে বাঁচানোর চেষ্টা করেন সোনু ।


মি টু বিতর্কে সোনু নিগমকে অনু মালিকের পক্ষ নিতে দেখা যায়। সোনু তখন বলেছিলেন, অনুর বিরুদ্ধে প্রমাণ কোথায়? এই প্রসঙ্গ টেনে ট্যুইটে সোনা লিখেছিলেন, "সোনু নিগম প্রকাশ্যে একাধিকবার মি টু'তে অভিযুক্ত অনু মালিককে রক্ষা করেছেন আর এখন কোনও প্রমাণ ছাড়াই তিনি কথা বলছেন। আমরা কি সত্যিই চাই শিল্পটা ভালোভাবে হোক?"


এই অধ্যায়ের পর ফের একবার কাঠগড়ায় ভূষণ কুমার। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে ইন্ডাস্ট্রিতে।