মুম্বই: 'পিঙ্ক' খ্যাত তাপস্বী পান্নু, অল্প কয়েকদিন বলিউডে পা রাখলেও, এরমধ্যেই মহিলা কেন্দ্রিক কয়েকটি অতি ক্ষমতাশালী চরিত্রে অভিনয় করে ফেলেছেন। 'বেবি'-র মতো ছবিতে ছোট চরিত্রেও নিজের ছাপ রেখেছেন তাপস্বী। আজই মুক্তি পাচ্ছে 'নাম শাবানা'। ছবির ট্রেলর দেখে বোঝাই যাচ্ছে এখানেও দর্শকমনে নিজের অভিনয়ের ছাপ রাখবেন তপস্বী।
এক সাক্ষাত্কারে তাপস্বীর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি বলিউডে বহু বায়োপিক তৈরি হচ্ছে। তাঁর কোনও বায়োপিকে অভিনয় করার ইচ্ছে আছে কিনা জানেত চাওয়া হয়। এই প্রশ্নের উত্তরে তাপস্বী জানান, টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে কোনওদিন কোনও বায়োপিক তৈরি হলে তিনি সেখানে অভিনয় করতে চান।
এছাড়া যদি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে নিয়ে কোনও ছবি হয়, তাহলে তিনি সেখানে অবশ্যই অভিনয় করতে ইচ্ছুক। তবে তাপস্বীর মনে হয়, ইন্দিরা গাঁধীকে নিয়ে একটি নয় দশটি ছবি তৈরি হওয়া উচিত্ বলিউডে।
আর তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন তিনি কোনওদিনই কোনও সেক্স কমেডিতে অভিনয় করতে চান না, কারণ তিনি অস্বস্তিবোধ করেন এধরনের ছনিগুলোতে।
ইন্দিরা গাঁধী বা সানিয়া মির্জাকে নিয়ে বায়োপিক হলে অভিনয় করতে চাই:তাপস্বী পান্নু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2017 10:09 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -